থ্রিলার, অ্যাকশন বা গোয়েন্দা সিনেমাগুলোতে বরাবরই কেন্দ্রীয় চরিত্রে প্রাধান্য পেয়েছেন পুরুষ অভিনেতারা। বদলে যাওয়া সময়ে এমন গতানুগতিক চিন্তা ও কাজে পরিবর্তন দেখাচ্ছে সমসাময়িক কিছু চলচ্চিত্র।
গ্যাল গ্যাদতের ওয়ান্ডার ওম্যান, উমা থারম্যানের কিল বিল বা জোসেফ ম্যাকজিন্টি পরিচালিত চার্লি’স এঞ্জেলস প্রমাণ করেছে নারীরাও পারে কেন্দ্রীয় চরিত্রে ধুন্ধুমার অ্যাকশন এবং সিনেমা সফল করতে।
হলিউডের পরিবর্তনের ছোঁয়া এসেছে বলিউডেও। প্রথমবারের মতো বলিউড নির্মাণ করতে যাচ্ছে নারীকেন্দ্রিক অ্যাকশন-গোয়েন্দা সিনেমা।
ধাকাড় সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন কঙ্গনা রানাউত। সিনেমাটিকে পরিচয় দেয়া হচ্ছে ‘হাই অক্টেন স্পাই থ্রিলার’ নামে।
সিনেমায় এজেন্ট অগ্নি নামের একজন গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা। ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে সিনেমার শুটিং শুরু হয়েছে বলে জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম থেকে।
সিনেমাটি পরিচালনা করবেন রঞ্জিস রাজি ঘাই ও প্রযোজনা করবেন দিপক মুকুট ও সোহেল মাকলাই। সিনেমার উত্তেজনা বজায় রাখতে সোমবার সিনেমার প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে।
তরবারি হাতে রক্তমাখা গায়ে কঙ্গনা লাশের স্তুপের সামনে বসে আছেন, যেন তার সামনে যেই আসবে তাকেই ঘায়েল করে ফেলবেন আলোচিত এ অভিনেত্রী।
পোস্টার এবং সিনেমা নিয়ে কঙ্গনা বলেন, ‘ধাকাড় সিনেমাটি ভারতের সিনেমা জগতে এক নতুন অধ্যায়ের শুরু করবে। এ কারণে আমি অনেক বেশি উচ্ছ্বসিত। এমন বড় আয়োজনের সিনেমা ছুটি উপলক্ষে মুক্তি পাওয়া দাবি করে। আমি ১ অক্টোবরের অপেক্ষায় আছি! এ দিন দর্শকরা এজেন্ট অগ্নির সঙ্গে পরিচিত হবে।’
পরিচালক রাজি ঘাই বলেন, ‘ধাকাড় আমার খুব পছন্দের একটা কাজ। ভারতের সিনেমা ইন্ড্রাস্ট্রিতে অ্যাকশন সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে নারী অভিনেত্রীর কাজ করা বিরল ঘটনা। এই সিনেমা দিয়ে আমরা নতুন এক ধারার প্রচলন শুরু করতে যাচ্ছি।’
দর্শকরা এখন থেকেই মুখিয়ে আছেন সিনেমাটি দেখার জন্য। জানা গেছে, এ সিনেমার আরেক মুখ্য চরিত্রে অভিনয় করবেন অর্জুন রামপাল। চিত্রগ্রহণ করবেন হলিউডের অ্যাকশন সিনেমার চিত্রগ্রাহক তেতসুও নাগাতা।