মায়ার জঞ্জাল সিনেমাটির আন্তর্জাতিক প্রদর্শন হলেও মুক্তি পায়নি দেশে। উনিশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি দেখানোর কথা রয়েছে।
প্রদর্শনের অনুমতির জন্য সেন্সর বোর্ডে জমা দেয়া হয় মায়ার জঞ্জাল । সোমবার সিনেমাটি দেখে কিছু পর্যবেক্ষণ দিয়েছে বোর্ড।
বোর্ড সচিব মো. মমিনুল হক নিউজবাংলাকে বলেন, ‘সিনেমার কিছু সংলাপ ও দৃশ্য নিয়ে আমাদের সামান্য পর্যবেক্ষণ আছে। সেগুলো আমরা সিনেমার সংশ্লিষ্টদের জানিয়েছি।’
তবে সেন্সর বোর্ড কী কী পর্যবেক্ষণ দিয়েছে তা এখনও জানেন না বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজক জসিম আহমেদ।
তিনি বলেন, ‘আমার হাতে এখনও সেন্সর বোর্ড থেকে কোনো চিঠি আসেনি। যদি তাদের কোনো পর্যবেক্ষণ থাকে, সেটা শুধরাতে গেলে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমার প্রিমিয়ার করা হয়তো সম্ভব হবে না।
‘সেক্ষেত্রে সেন্সর ছাড়াই ফেস্টিভ্যালে সিনেমাটি প্রদর্শনের জন্য সেন্সর বোর্ডকে অনুরোধ করতে পারি। সিনেমা হলে মুক্তির আগে আমরা পর্যবেক্ষণগুলো শুধরে দেব।’
উনিশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে গত ১৬ জানুয়ারি; শেষ হবে আগামী ২৪ জানুয়ারি।
উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, ‘সেন্সর ছাড়া আমরা কোনো সিনেমা প্রদর্শন করব না। সিনেমাটি দেখাতে চেয়েছিলাম ২০ জানুয়ারির পর। সেন্সর বোর্ড যে সংশোধনী দিয়েছে তা করতে কয়েকদিন লাগবে। তাই এই উৎসবে আমরা সিনেমাটি দেখাতে পারব, কি পারব না- তা এখনই বলতে পারছি না।’
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন অপি করিম, সোহেল মন্ডল, কলকাতার ঋত্বিক চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায় ও ব্রাত্য বসু। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের ইন্দ্রনীল রয় চৌধুরী।