বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

থ্রিলার সিনেমায় শফি মণ্ডলের গান

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৮ জানুয়ারি, ২০২১ ১৫:১৯

শফি মণ্ডল তার অনুভূতি জানিয়ে বলেন, ‌‘চোখের সামনে কিছু চরিত্র ঘুরে বেড়ায় গান গাওয়ার সময়। তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে গাইতে হয়। সিনেমায় গান করার একটা অন্যরকম মজা আছে।’

বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী শফি মণ্ডল। কুষ্টিয়া অঞ্চলের এ বাউলের আগে পরিচিতি ছিল গানের ওস্তাদ হিসেবে। এ সময়ের সালমা, বিউটিসহ অনেক জনপ্রিয় শিল্পীর গুরু তিনি। নিজেও পেয়েছেন আলাদা পরিচিতি।

সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন সিনেমার গানে। এই গানের নাম ‘মাতাল ঘ্রাণ’। গানটি ব্যবহার করা হবে রুবেল আনুশ পরিচালিত হায়দার সিনেমায়।

গানের রেকর্ডিং শেষ হয়েছে। গানটি লিখেছেন পরিচালক রুবেল আনুশ। এর সুর ও সংগীতায়োজন করেছেন সোহেল রাজ।

পরিচালক এই গান প্রসঙ্গে বলেন, ‘চমৎকার একটি গান হয়েছে। গানটি আমার সিনেমাকে নতুন মাত্রা দেবে। শ্রুতিমধুর সুর ও সংগীতের সঙ্গে দারুণ গায়কীতে গানটিকে উপভোগ্য করে তুলেছেন আমাদের সবার প্রিয় শফি মণ্ডল। উনার কণ্ঠে এই গান শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা করছি।’

শফি মণ্ডল তার অনুভূতি জানিয়ে বলেন, ‌‘সিনেমায় গান করার একটা অন্যরকম মজা আছে। চোখের সামনে কিছু চরিত্র ঘুরে বেড়ায় গান গাওয়ার সময়। তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে গাইতে হয়। বেশ আরাম করে মাতাল ঘ্রাণ গানটি গেয়েছি।’

তরুণ নির্মাতা রুবেল আনুশ হায়দার নির্মাণ করছেন সমসাময়িক ঘটনা নিয়ে। সামাজিক বার্তা ও বিনোদন; সবই থাকবে দর্শকের জন্য। সিনেমার শুটিং শেষ হয়েছে। চলতি বছরেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেয়ার পরিকল্পনা করছেন পরিচালক।

হায়দার পরিচালনার পাশাপাশি এর কাহিনিও লিখেছেন রুবেল আনুশ। এর প্রধান চরিত্রে আছেন লুৎফর রহমান জর্জ, আশীষ খন্দকার, রোকেয়া জাহান চমক, মামুন, সেতু, ইকবাল।

এ বিভাগের আরো খবর