বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মামুনের সদস্যপদ বাতিল, থাকছে আবেদনের সুযোগ

  •    
  • ১৬ জানুয়ারি, ২০২১ ১৯:২৬

সদস্যপদ বাতিল করা হলেও পরিচালক অনন্য মামুন আবারও সদস্যপদের জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

চলচ্চিত্র পরিচালক অনন্য মামুনের সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করেছে চলচ্চিত্র পরিচালক সমিতি। শনিবার সকালে সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেন কমিটির সদস্যরা।

নবাব এলএলবি সিনেমার একটি দৃশ্যে পুলিশ কর্মকর্তার মুখে আপত্তিকর সংলাপ বলানোর কারণে পর্নোগ্রাফি মামলায় কারগারে পাঠানো হয় মামুনকে। ২৪ ডিসেম্বর গ্রেপ্তারের পর ১১ ডিসেম্বর জামিন পান তিনি। তার সঙ্গে অভিনেতা শাহীন মৃধাকেও গ্রেপ্তারের পর একই দিনে জামিন দেয়া হয়।

পুরো বিষয়টি পরিচালক সমিতির জন্য মানহানিকর উল্লেখ করে অনন্য মামুনের সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।

তবে অনন্য মামুন চাইলে আবারও সদস্যপদের জন্য আবেদন করতে পারবেন বলে নিউজবাংলাকে জানিয়েছেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

তিনি বলেন, ‘অনন্যর সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। কিন্তু সে চাইলে সদস্যপদের জন্য আবারও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কমিটি সিদ্ধান্ত নেবে সতুন সদস্যপদ দেয়ার ব্যাপারে।’

সদস্যপদ বাতিল হওয়ার পর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অনন্য মামুন। তিনি লিখেছেন, ‘পরিচালক সমিতির সদস্যপদ না থাকলে সিনেমা বানাতে পারব না কথাটি সত্য নয়, পরিচালক সমিতির সদস্য পদ না থাকলে আমি পরিচালক সমিতির সুযোগ সুবিধা পাব না।

নাম প্রকাশ না করে একজন পরিচালককে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘একজন পরিচালক আছেন যিনি ব্যক্তিগত ভাবে আমাকে সহ্য করতে পারেন না। কারণ তার সিনেমাগুলো আমার কাছে অখাদ্য মনে হয়। বলে রাখি, এ বছর অনন্য মামুন ৫টি সিনেমা বানাবে, প্যাড, ক্রেজি, ঈদ মোবারক, ভাইজান ২ ওপাইলট। আমার মামলাটা শেষ হয়নি তাই মামলা নিয়ে কথা বলতে চাই না।

‘সম্মান জানাই গুলজার ভাই, খোকন ভাই, লিপু ভাই, খসরু ভাইকে। আর একটা কথা, নেতা কাকে বলে সেটা জানতে হলে এসএ হক অলিক ও শহীদ্দুজামান সেলিম ভাইয়ের কাছ থেকে শেখার আছে। আমি দেখেছি, কোনো কারণ ছাড়া তারা আমাকে সাহায্য করেছেন। আমি পরিচালক সমিতিকে সম্মান করি কিন্তু কিছু হিংসাপরায়ণ পরিচালককে না।’

আসছে মার্চে নতুন কমিটির জন্য চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরো খবর