প্রথম বারের মতো দেশের সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন ‘অভিনয়’ খ্যাত গায়ক নোবেল। শুক্রবার হয়েছে গানের রেকর্ডিং।
আব্রাহাম তামিমের কথা ও আহমেদ হুমায়ূনের সুর করা গানটি ব্যবহার করা হবে সরকারি অনুদানপ্রাপ্ত মুখোশ সিনেমায়। এ সিনেমার দৃশ্যেও দেখা যাবে নোবেলকে।
এ বিষয়ে নিউজবাংলাকে নোবেল জানান, গানটিতে শ্রোতারা মেলো রক ও সেমি ক্লাসিক্যাল সুর পাবেন।
মুখোশ সিনেমায় নিজের উপস্থিতিকে বড় পাওয়া বলে মনে করছেন এই কণ্ঠশিল্পী।
নোবেল বলেন, ‘আমরা অনেকেই জেমস ভাইয়ের গাওয়া হিন্দি ভাষার আলবিদা গানটির ভিডিও দেখেছি। সেখানে যেমন অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন তেমনি জেমস ভাইকে দেখা গেছে গিটার গাতে গান করতে।
‘মুখোশ সিনেমাতে পরিচালক ইফতেখার শুভ অনেকটা সেই ঢঙে আমাকে উপস্থাপন করতে চান। সেখানে অবশ্যই পরিচালকের নিজস্বতা থাকবে। আমার খুবই ভালো লাগছে। দেশের সিনেমায়, তাও আবার সরকারের অনুদানপ্রাপ্ত সিনেমার অংশ হতে পেরে।’
শিগগিরই শুরু হবে সিনেমার শুটিং। এটি ছাড়াও নোবেল ব্যস্ত আরও চারটি গান নিয়ে। এর একটি ‘মেহেরবান’, দ্বিতীয়টি ‘সবকিছু ছেড়ে’। আর একটি নাম চূড়ান্ত না হওয়া রোমান্টিক গান। শেষটি হবে রবীন্দ্র সংগীতের কাভার।
নোবেল বলেন, ‘মেহেরবান গানটি হবে সুফি ঘরানার। সবকিছু ছেড়ে করব অনেকটা জেমস বন্ড সিরিজের স্কাইফল গানের স্টাইলে। এ রকম গান করিনি আগে।
‘রোমান্টিক গানটা আমার অনেক পছন্দের। শ্রোতাদেরও ভালো লাগবে আশা করি। রবীন্দ্র সংগীতের কাভারও আসবে।’
কিছুদিন আগে গান ছেড়ে দেবেন বলে স্ট্যাটাস দিয়েছিলেন নোবেল। তিনি জানান, সেগুলো লিখেছিলেন অভিমান থেকে।