বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেন্সরে নবাব এলএলবি, সঙ্গে নতুন ছবির ঘোষণা

  •    
  • ১৫ জানুয়ারি, ২০২১ ১৫:১৯

অনন্য মামুন জানান, সেন্সর বোর্ডের অনুমোদিত সিনেমাটি আপলোড করা হবে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে। সেন্সর বোর্ড কোনো সংযোজন বা বিয়োজন করতে বললে, সেই নির্দেশনা মেনে ওয়েবে আপলোড করা হবে সিনেমাটি।

সেন্সরে জমা পড়ল অনন্য মামুন পরিচালিত ও শাকিব খান অভিনীত সিনেমা নবাব এলএলবি। ১৯ জানুয়ারি সিনেমাটি দেখবেন সেন্সর বোর্ডের সদস্যরা।

সিনেমা হলে মুক্তির জন্য নয়, সিনেমাটির দৃশ্য ও সংলাপ নিয়ে যেন কোনো বিতর্ক সৃষ্টি না হয়, সেজন্যই সিনেমাটি সেন্সরে জমা দেয়া হয়েছে বলে জানান পরিচালক অনন্য মামুন।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘নবাব এলএলবি সিনেমা হলে মুক্তি দেব কি না সেটা এখনই ভাবছি না। তবে সিনেমাটি নিয়ে যেন আর কোনো সমস্যা না হয়, সেজন্যই সিনেমাটি সেন্সরে জমা দেয়া হয়েছে।

‘ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া সিনেমার জন্য এখনও কোনো সেন্সর নীতিমালা নেই। সিনেমাটি নিয়ে যদি কোনো সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে সবাই পরিচালককেই দোষ দেয়। কিন্তু সেন্সর সার্টিফিকেট থাকলে, পরিচালক বা প্রযোজককে কেউ দোষ দিতে পারবে না।’

তিনি আরও জানান, সেন্সর বোর্ডের অনুমোদিত সিনেমাটি আপলোড করা হবে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে। সেন্সর বোর্ড কোনো সংযোজন বা বিয়োজন করতে বললে, সেই নির্দেশনা মেনে ওয়েবে আপলোড করা হবে। আর যদি সেন্সর বোর্ডের কোনো নির্দেশনা না থাকে, তাহলে সিনেমাটি যেভাবে দর্শকরা দেখে আসছিলেন, সেভাবেই দেখতে পারবেন।

নবাব এলএলবি সিনেমায় পুলিশকে হেয় করে সংলাপ ব্যবহার করায় পর্ণগ্রাফি আইনের মামলায় ২৫ ডিসেম্বর প্রেপ্তার হন অনন্য মামুন ও এই সিনেমার অভিনেতা শাহীন মৃধা। ১১ জানুয়ারি জামিন মিললে ওইদিনই ছাড়া পান তারা।

নবাব এলএলবির সঙ্গে অনন্য মামুন পরিচালিত আরেক সিনেমা মেকআপ জমা দেয়া হয়েছে সেন্সর বোর্ডে। তবে সেটি সেন্সরে প্রদর্শনের তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

অন্যদিকে ১৪ জানুয়ারি নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন পরিচালক অনন্য মামুন। সিনেমার নাম প্যাড- নারীর অধিকার। এ বিষয়ে ফেসবুকে তিনি লিখেছেন, ‘সব কাজেই বাধা জানি কিন্তু থেমে থাকিনি কোনো দিন। নতুন কাজ শুরু করব ২৪ জানুয়ারি থেকে।’

নিউজবাংলাকে এ বিষয়ে অনন্য মামুন বলেন, ‘সব ঠিক থাকলে ২৪ জানুয়ারি থেকে সিনেমার কাজ করব। নামকরা শিল্পীদের সঙ্গে কথা চলছে। চূড়ান্ত হলেই শিল্পীদের নাম জানাব।’

এ বিভাগের আরো খবর