‘পঞ্চাশ বছর আগে কিংবদন্তি সংগীতশিল্পী জন লেনন স্বপ্ন দেখেছিলেন বৈষম্যমুক্ত পৃথিবীর। বাধা আর দ্বিধাহীন সাম্যবাদের খেয়ালি এক প্রত্যাশা নিয়ে সুর তুলেছিলেন কণ্ঠে। অর্ধশতক পর লেনন আর তার আহ্বানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমাদের স্বপ্নের গান জীবন ভালোবেসে।’
নতুন গান প্রকাশ নিয়ে এভাবেই অনুভূতি প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। জন লেননকে শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে ‘জীবন ভালোবেসে’ গানটি। এতে বাপ্পা ছাড়াও কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা, এলিটা করিম এবং রাজীব চৌধুরী।
ফারিনা মাহমুদের কথায় গানটিতে অবলম্বনকৃত সুর করেছেন রাজীব চৌধুরী এবং সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার।
গানটির ভিডিও অনলাইনে প্রকাশ করে বাপ্পা মজুমদার লিখেছেন, ‘সাম্য, সহিষ্ণুতা আর ভালোবাসায় পরিপূর্ণ সুস্থ, সুন্দর এক পৃথিবীর স্বপ্ন নিয়ে শুরু হোক ২০২১। ঘৃণা আর বিদ্বেষ না, পরস্পরে ছড়িয়ে পড়ুক ভালোবাসা। মানুষের জয় হোক অবিরাম। জীবন থাকুক জীবন ভালোবেসে।’