বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খুশির সঙ্গে ইব্রাহিমের খুনসুটি কিসের ইঙ্গিত

  •    
  • ১৪ জানুয়ারি, ২০২১ ১৯:২০

খুশি ও তার বন্ধুকে কমেন্টে ‘জোড়া সমস্যা’ বলেছেন ইব্রাহিম। খুশিও তার জবাব দিয়েছেন দুষ্টুমির ইমোজি দিয়ে।

বলিউডের ছোট নবাব সাইফ আলী খানের বড় ছেলে ইব্রাহিম আলী খান এবং বলিউডের নারী সুপারস্টার শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরের খুনসুটি এখন নেটিজেনদের চর্চায়।

খুশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালোই সক্রিয়। সেই তুলনায় ইব্রাহিম একেবারেই কম থাকেন নেট দুনিয়ায়। রিয়েল লাইফে তাদের বন্ধুত্ব অনেক দিনের। ইদানিং দুই বন্ধুর খুনসুটি যেন আগের চেয়ে বেড়ে গেছে; তাই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে চর্চা।

আর হবেই বা না কেন? একসঙ্গে সুইমিং পুলে সময় কাটানো বা ডান্সফ্লোরে সেলফি বন্ধুত্বের চেয়েও যেন বেশি কিছুর ইঙ্গিত দেয়।

সম্প্রতি খুশি আর তার বন্ধু একই রকম পোশাক পরে ছবি তুলে পোস্ট করেছিলেন ইনস্টায়। সেই ছবিতে কমেন্ট করেছেন ইব্রাহিম। খুশি ও তার বন্ধুকে কমেন্টে ইব্রাহিম বলেছেন ‘জোড়া সমস্যা’। খুশিও তার জবাব দিয়েছেন দুষ্টুমির ইমোজি দিয়ে।

সম্পর্ক নিয়ে তেমন লুকোচুরি নেই বলিউডের নতুন প্রজন্মের স্টারকিডদের মধ্যে। অনন্যা পান্ডে, ঈশান খাট্টার, আলিয়া কাশ্যপ, সারা আলি খান কোনো গুঞ্জনের তোয়াক্কা না করেই ঘুরতে চলে যান বিশেষ বন্ধুদের নিয়ে।

তবে এই চর্চায় কিছুটা ব্যাতিক্রম ইব্রাহিম ও খুশি।

এ বিভাগের আরো খবর