নতুন সিনেমা শুরু করতে যাচ্ছেন ভুবন মাঝি ও গণ্ডি খ্যাত পরিচালক ফাখরুল আরেফীন খান। সিনেমার নাম ১৯৭১ এত কুয়ে। ‘এত’ ও ‘কুয়ে’ ফরাসি শব্দ। এত শব্দের বাংলা অর্থ এবং। আর কুয়ে হলো একজনের নাম।
মার্চে শুরু হবে সিনেমার দৃশ্য ধারণ। আর সিনেমায় অভিনয় করবেন বিদেশি শিল্পীরা।
নিউজবাংলাকে আরেফীন বলেন, ‘সিনেমাটির চিত্রনাট্যের বিশ শতাংশ কাজ বাকি রয়েছে। ফেব্রুয়ারিতে কলকাতা যাব অভিনয়শিল্পী চূড়ান্ত করতে। গল্পের কারণেই দেশের বাইরের অভিনয়শিল্পী প্রয়োজন হচ্ছে।’
১৯৭১ এত কুয়ে সিনেমাটির চিত্রনাট্য করছেন দেশের খ্যাতিমান নাট্যকার মাসুম রেজা। সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি।
১৯৭১ সালের ৩ ডিসেম্বর। প্যারিসের কাছে অরলি বিমানবন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ৭২০ বি ফ্লাইটটি টেকঅফ করতে যাচ্ছিল। এমন সময় বিমানের ককপিটে এক হাতে পিস্তল অন্য হাতে বোমার মতো দেখতে একটি ব্যাগ নিয়ে ঢুকে পড়েন এক ফরাসি যুবক। তিনি দাবি করেন ব্যাগের মধ্যে বোমা রয়েছে। এসব দেখিয়ে ইঞ্জিন বন্ধ করতে বলেন পাইলটকে।
খুবই অদ্ভুত তার দাবি। এই ফ্লাইটে করে ২০ টন চিকিৎসা সামগ্রী পাঠাতে হবে যুদ্ধপীড়িত বাংলাদেশে। নয়তো এই বিমান কোথাও যেতে দেবেন না তিনি।
তরুণের নাম জ্যাঁ ইউজিন পল কুয়ে। ভারতে বাংলাদেশের শরণার্থী শিবিরে চিকিৎসা ও ওষুধের অভাবে মারা যাওয়া মানুষের জন্য কিছু একটা করতে হবে- এই ভাবনা থেকেই বিমান ছিনতাইয়ের পরিকল্পনা করেন তিনি।
বোমার মতো দেখতে সেই ব্যাগের মধ্যে ছিল একটা বাইবেল আর দুটি ডিকশনারি। এই দেখিয়ে কুয়ে সাত ঘণ্টা আটকে রাখেন বিমানটিকে।
ফরাসি সরকার তখন রাজি হয় এই জরুরি চিকিৎসা সামগ্রী বিমানে লোড করার জন্য। কিন্তু একটা সময় ফরাসি পুলিশ ধরে ফেলে কুয়েকে।
পরবর্তীতে ফরাসি সরকার সিদ্ধান্ত নেয় বাংলাদেশকে সাহায্য করার। ভারতের আশ্রয় শিবিরে এসেছিল সেই ২০ টন ওষুধ আর চিকিৎসা সামগ্রী।
এই সত্য ঘটনা নিয়েই নির্মিত হচ্ছে সিনেমাটি। এটি প্রযোজনা করছে গড়াই ফিল্মস।