প্রিয়াঙ্কা চোপড়া এখন ব্যাস্ত তার নতুন সিনেমা দ্য হোয়াইট টাইগার এর প্রচারের কাজে। কিন্তু সেখানেও প্রিয়াঙ্কাকে বিরক্ত করা হয় তার পরিবার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করে।
সিনেমার প্রচারের অংশ হিসেবে সাক্ষাৎকারে অংশ নিতে যান প্রিয়াঙ্কা। সেখানে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেন, পরিবার নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানায়, পুরনো এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছিলেন তিনি ক্রিকেট দলের সমান পরিবার চান। সে কথার জের ধরেই তাকে প্রশ্ন করা হয়।
প্রিয়াঙ্কা জবাব, সে চিন্তাটা অনেকদিন আগের। পুরনো কথা ধরে না রাখার অনুরোধ করেন এ অভিনেত্রী।
প্রিয়াঙ্কাকে আবারও প্রশ্ন করা হয়, পরিবার বড় করার ব্যাপারে তার পরিকল্পনা কী। ৩৮ বছর বয়সী এ অভিনেত্রী অত্যন্ত শোভনীয় ভাষায় উত্তরে বলেন, ‘দয়া করে চাপ দেয়া বন্ধ করুন।’
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা ২০১৮ সালের ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী ও অভিনেতা নিক জোনাসকে বিয়ে করেন।
প্রিয়াঙ্কা বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডেও তার কাজের জন্য প্রশংসিত। তার পরবর্তী সিনেমা দ্য হোয়াইট টাইগার নেটফ্লিক্সে মুক্তি পাবে ২২ জানুয়ারি।
এ সিনেমায় তার সঙ্গে আছেন রাজকুমার রাও এবং নবীন অভিনেতা আদর্শ গৌরব।
মুক্তির আগেই স্বামী নিক জোনাসকে সিনেমাটি দেখিয়েছেন প্রিয়াঙ্কা। সিনেমাটি দেখে ইন্সটাগ্রামে ভিডিও বার্তায় নিক বলেন, ‘প্রস্তুত হন, অবাস্তব একটি সিনেমা। আমার স্ত্রী প্রিয়াঙ্কা এখানে অসাধারণ অভিনয় করেছেন।’