‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ শ্লোগান নিয়ে ১৬ জানুয়ারি থেকে পর্দা উঠছে ‘ঊনবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।’
মুজিব শতবর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি উৎসর্গ করা হয়েছে এবারের উৎসব। নয় দিনব্যাপী এ আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ।
উৎসবের আঙ্গিক ও আয়োজন সবার সামনে তুলে ধরতে ১৪ জানুয়ারি, বৃহস্পতিবার দুপুরে ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
উৎসবে এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন ফিল্মস্, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম মেকার বিভাগ রয়েছে।
উৎসবে এবারই প্রথম সংযুক্ত হচ্ছে 'লিজেন্ডারি লিডার্স হু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড' এবং 'ট্রিবিউট' নামে আরও দুটি নতুন বিভাগ।
এবারের উৎসবে মোট ৭৩টি দেশের ২২৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল ও প্রধান মিলনায়তন, শিল্পকলা অ্যাকাডেমির চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন এবং শিল্পকলার নন্দন মঞ্চে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।
উৎসবের অংশ হিসেবে আগামী ১৭-১৮ জানুয়ারি চলচ্চিত্রে নারীর ভূমিকা বিষয়ক ‘সপ্তম ঢাকা আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকার্স কনফারন্স’ অনুষ্ঠিত হবে। শিল্পকলার চিত্রশালা মিলনায়তনে এই কনফারেন্সটি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।
এছাড়া ১৯ জানুয়ারি দিনব্যাপী একই ভেন্যুতে আয়োজন করা হয়েছে দেশীয় চলচ্চিত্রের সঙ্গে আন্তর্জাতিক চলচ্চিত্রকারদের ভাবনার মিথস্ক্রিয়া মূলক অনুষ্ঠান ‘ওয়েস্ট মিটস ইস্ট’।
সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষ্যে একটি বিশেষ সেমিনারর আয়োজন করা হয়েছে ২০ জানুয়ারি বিকাল ৪টায়। সেমিনারে আসাদুজ্জামান নূর এমপি, বিচারপতি রিফাত আহমেদ, আন্তর্জাতিক খ্যাতিমান অভিনত্রী শর্মিলা ঠাকুর, ধৃতিমান চট্টোপাধ্যায়সহ আরও অনেক আলোচিত ব্যক্তিত্ব অংশগ্রহণ করবেন।