দেশের ৩২ টি সিনেমা পাঠানো হচ্ছে কলকাতায়। তাও আবার সরকারিভাবে। মূলত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে দেখানোর জন্য বাছাই করা হয়েছে সিনেমাগুলো।
তৃতীয়বারের মতো কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া উৎসব শুরু হবে ৫ ফেব্রুয়ারি। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। উৎসবে প্রদর্শনের জন্য ৩০ ডিসেম্বর চিঠির মাধ্যমে সাব-টাইটেলসহ সিনেমাগুলো জমা দেয়ার আহ্বান করে তথ্য মন্ত্রণালয়।
নিউজবাংলাকে তথ্য মন্ত্রণালয়ের উপনিবেশ মো. সাইফুল ইসলাম বলেন, ‘সিনেমাগুলো সংগ্রহের কাজ চলছে। উৎসবে ছয় থেকে আটটি স্থানে সিনেমা দেখানো হবে। তাই গতবারের চেয়ে এবার সিনেমার সংখ্যা বেশি।’
সিনেমাগুলো হলো- ছুঁয়ে দিলে মন, জালালের গল্প, আন্ডার কনস্ট্রাকশন, পদ্ম পাতার জল, বাপজানের বায়োস্কোপ, মুসাফির, কৃষ্ণপক্ষ, অজ্ঞাতনামা, আয়নাবাজি, সত্তা, গণ্ডি, আঁখি ও তার বন্ধুরা, সেরা নায়ক, পোড়ামন ২, দেবী, ফাগুন হাওয়ায়, আবার বসন্ত, ইন্দুবালা, শাহেনশাহ, অন্তর জ্বালা, মায়া - দ্য লস্ট মাদার, কাঠবিড়ালি, একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি, জন্মসাথী, গণ আদালত, হীরালাল সেন, কাঙ্গাল হরিনাথ, রাজাধীরাজ রাজ্জাক, ইসমাঈলের মা, ন ডরাই, শাটল ট্রেন ও ইতি, তোমারই ঢাকা।