ভারতের ৫১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময়ের উদ্দেশ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
১৬ থেকে ২৪ জানুয়ারি এ চলচ্চিত্র উৎসব ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে। এ উৎসবে কান্ট্রি অফ ফোকাস বিভাগে বাংলাদেশের চারটি চলচ্চিত্র প্রদর্শন হবে।
এ চারটি সিনেমা হলো: তানভীর মোকাম্মেলের জীবনঢুলী, জাহিদুর রহিম অঞ্জনের মেঘমল্লার, রুবাইয়াত হোসেনের আন্ডার কন্সট্রাকশন এবং সৈয়দ আহমেদ শাওকী, নুহাশ হুমায়ূন ও বাংলাদেশের আরও নয় পরিচালকের সিনেমা ইতি তোমারই ঢাকা।
জীবনঢুলী সিনেমাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে একজন ঢুলী ও তার পরিবারের গল্প বলে।
আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র মেঘমল্লার। চলচ্চিত্রটির গল্প গড়ে উঠেছে একটি সাধারণ পরিবারকে ঘিরে, যারা ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময়ে জীবন বদলানো কিছু ঘটনার সম্মুখীন হয়। ২০১৫ সালের টরোন্টো চলচ্চিত্র উৎসবের ডিসকভারি বিভাগে এ চলচ্চিত্রটি প্রদর্শন হয়।
আন্ডার কন্সট্রাকশন সিনেমাটি নির্মাণ করা হয়েছে একজন আধুনিক মুসলিম মেয়েকে ঘিরে, যে শহরের আধুনিকতার মধ্যে নিজের একটি জায়গা করে নিতে চায়।
ইতি তোমারই ঢাকা সিনেমাটি শহরের বিভিন্ন পরিস্থিতির, বিভিন্ন মানুষের গল্প বলে। ১১ জন পরিচালকের ১১টি ছোট গল্প নিয়ে ইতি তোমারই ঢাকা তৈরি। এ সিনেমাটি ৯৩তম অস্কার অ্যাওয়ার্ডে প্রবেশের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে।