দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ বিয়ে করেছেন। বিয়ের খবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন হাবিব নিজেই। হাবিবের স্ত্রীর নাম আফসানা চৌধুরী; ডাক নাম সিফা।
ফেসবুকে মঙ্গলবার তিনি লিখেছেন, ‘আমার জীবনে কিছু পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের কথা আমি সবাইকে জানাতে চাই।
‘হাঠাৎ করেই আমি বিয়ে করেছি। যেহেতু এখন মহামারি চলছে, তাই ঘরোয়াভাবেই বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে।’
আফসানা চৌধুরী নিজেও মিডিয়াতে কাজ করছেন। ফেসবুক পেজে তিনি নিজেকে আর্টিস্ট বলে পরিচয় দিয়েছেন। এ ছাড়া ফটোশুটের ছবিও রয়েছে তার পেজে।
গত ডিসেম্বরে আফসানা চৌধুরী তার জন্মদিনের কিছু ছবি পোস্ট করেছিলেন ফেসবুকে। সেখানে দেখা গেছে হাবিবকেও।
হাবিব ওয়াহিদের বাবা দেশ বরেণ্য কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ বেশ কয়েকদিন ধরে গ্রামে থাকছেন। ছেলের বিয়ের খবর তিনি জানতে পেরেছেন ১১ জানুয়ারি রাতে।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমি গতকাল রাতে জানতে পেরেছি যে হাবিব বিয়ে করেছে। তাকে আমি শুভকামনা জানিয়েছি। জীবন এখন তার, যেভাবে থাকুক সুখে থাকুক।’
হাবিব তার লেখায় বিয়ের দিনক্ষণ উল্লেখ করেননি। হাবিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যাচ্ছে না।
তবে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আমি ধারণা করছি দুই থেকে তিন দিন আগে বিয়ে হয়েছে তাদের।’
এটি হাবিবের তৃতীয় বিয়ে। ২০০৩ সালে লুবায়না এবং ২০১১ সালে রেহানার সঙ্গে বিয়ে হয়েছিল হাবিবের।