বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘মায়ার জঞ্জাল’, ‘সুবর্ণ রেখা’ সিনেমার ঢাকা প্রিমিয়ার

  •    
  • ১২ জানুয়ারি, ২০২১ ১৩:৫২

এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে প্রতিযোগিতা করবে সিনেমা ‘মায়ার জঞ্জাল’। দেশের খ্যাতিমান অভিনেতা আফজাল হোসেন পরিচালিত ‘সূবর্ণ রেখা’ সিনেমাটির প্রথম প্রদর্শনী হবে উৎসবে।

অনেক দেশ ঘুরলো সিনেমা মায়ার জঞ্জাল; ইংরেজিতে ডেব্রি অব ডিজায়ার। সম্প্রতি ইতালির এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভ্যালের ২১তম আসরে জুরি পুরস্কার পেয়েছে সিনেমাটি।

সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার এবং এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নেয় সিনেমাটি। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ইন্দোনেশিয়ায় জোগজা-নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে মায়ার জঞ্জাল।

অনেক দেশ ঘুরলেও বাংলাদেশে কোনো প্রদর্শনী হয়নি সিনেমাটির। এবার সেটাই হতে যাচ্ছে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি দেখানো হবে বলে নিশ্চিত করেছেন উৎসবের মিডিয়া ও কমিউনিকেশন ইনচার্য রুহুল রবিন খান।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৯তম আসরের এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে প্রতিযোগিতাও করবে সিনেমাটি। উৎসব শুরু হবে ১৬ জানুয়ারি, চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত।

বাংলাদেশের পরিচালক-প্রযোজক জসীম আহমেদের প্রযোজনায় মায়ার জঞ্জাল নির্মাণ করেছেন কলকাতার ফড়িং খ্যাত পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী। এতে অভিনয় করেছেন অপি করিম, সোহেল মন্ডল, কলকাতার ঋত্বিক চক্রবর্তী, পরাণ বন্দোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ ও ব্রাত্য বসু।

উৎসবে বাংলাদেশ প্যানারোমায় দেখানো হবে নয়টি সিনেমা। যার মধ্যে গণ্ডি, গহীনের গান, ঊনপঞ্চাশ বাতাস, কালো মেঘেরে ভেলা, জলঘড়ি অন্যতম।

দেশের খ্যাতিমান অভিনেতা আফজাল হোসেন পরিচালিত সূবর্ণ রেখা সিনেমাটি প্রথম বার প্রদর্শিত হবে উৎসবে।

‘সত্যজিৎ রয়- ন্যাশনাল ভার্সেস গ্লোবাল’ শিরোনামে একটি সেমিনারের আয়োজন থাকছে চলচ্চিত্র উৎসবে। শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় চিত্রশালা অডিটোরিয়ামে হবে সেমিনারটি। আলোচনার জন্য সেখানে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।

কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর

সেমিনারে কথা বলতে ভার্চুয়ালি যুক্ত থাকবেন উপমহাদেশের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। আরও থাকবেন ধৃতিমান চট্টোপাধ্যায়।

সেমিনারটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন উৎসবের মিডিয়া ও কমিউনিকেশন ইনচার্য রুহুল রবিন খান। সিনেমা প্রদর্শনী, সেমিনারসহ উৎসবের সব খবর জানা যাবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওয়েব সাইট ও ফেসবুক পেজে।

এ বিভাগের আরো খবর