তামিল নায়ক বিজয় সেথুপাতির নায়িকা হচ্ছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আন্ধাধুন সিনেমার পরিচালক শ্রীরাম রাঘবনের পরবর্তী সিনেমায় কাজ করবেন নতুন এ জুটি।
সিনেমাটির নাম এখনও চূড়ান্ত হয়নি।
করোনা মহামারির কারণে শ্রীরাম রাঘবন তার নতুন সিনেমা এক্কিস মুক্তি দিতে পারছেন না। তিনি জানিয়েছেন, এক্কিস সিনেমার মুক্তি আপাতত স্থগিত করা হচ্ছে।
এক্কিস সিনেমার নায়ক বরুন ধাওয়ান।
নায়িকা ক্যাটরিনা তার নতুন সিনেমা সুরিয়াবাংশী মুক্তির অপেক্ষা করছেন। এ সিনেমায় তার বিপরীতে রয়েছেন অক্ষয় কুমার।
এ অভিনেত্রী প্রস্তুতি নিচ্ছেন ইশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে ফোন বুথ সিনেমার জন্য। এ ছাড়া তার হাতে আছে আলী আব্বাস জাফরের সুপারহিরো সিনেমা।