গান-বাজনা ছেড়ে দেয়ার কথা ভাবছেন সারেগামাপা খ্যাত গায়ক মাঈনুল আহসান নোবেল।
মঙ্গলবার রাতের প্রথম প্রহরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে ক্ষোভের সুরে এ কথা জানিয়েছেন আলোচিত-সমালোচিত এই শিল্পী।
পোস্টে অল্প বয়সে বিয়ে, সংসার এবং ‘চার দেয়ালের চাপে’ কিছু ‘ভুল স্ট্যাটাস’ দেয়ার প্রসঙ্গ টেনে সেগুলোকে নিজের দোষ হিসেবে কাঁধে নিয়ে গান-বাজনা ছেড়ে দেয়ার ভাবনার কথা জানিয়েছেন তিনি।
রক ঘরানার গানে নিজের গায়কীতে শ্রোতাদের মাত করা নোবেল লিখেছেন, ‘এগারো টা মাস দুই বাংলার মানুষকে বিনোদন দেবার প্রতিদান তোমরা ভালই দিলে আমাকে। মাত্র ২৩ বছর বয়সে বিয়ে করে, সংসার এবং চার দেয়ালের চাপে কিছু ভুল স্টেটাস দিয়েছি।
‘এই তো আমার দোষ। ভাবছি গান বাজনা ছেড়ে দেবো। এতেই তো তোমরা খুশি? তবে তাই হোক। ভালো থেকো বাঙ্গালী।’
নোবেলের ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিন শট।
পোস্টটিতে ২০ মিনিটে সাড়ে তিন হাজার ফেসবুক ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন। এ সময়ে মন্তব্য করেন ৮৩২ জন। আর নোবেলের পোস্টটি শেয়ার করেন ৪৮ জন।