বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মহাভারতের ‘অশ্বত্থামা’ এবার সিনেমায়

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১১ জানুয়ারি, ২০২১ ১৮:৪৯

মহাভারত গ্রন্থের ঐতিহাসিক চরিত্র নিয়ে কাজ করলেও  সিনেমাটি হবে সায়েন্স ফিকশনধর্মী। সোমবার এ ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান আরএসভিপি।

পরিচালক আদিত্য ধর, প্রযোজক রনি স্ক্রুওয়ালা ও অভিনেতা ভিকি কৌশাল উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক সিনেমাটি ব্যবসায়িক সাফল্য যেমন পেয়েছিল তেমনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ ঘরে তুলেছিল অনেক অনেক প্রশংসা।

২০১৯ সালে সিনেমাটি মুক্তি পাওয়ার পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন এই তিন জন। মহাভারত গ্রন্থের ‘অশ্বত্থামা’ চরিত্র নিয়ে নির্মিত হবে সিনেমা। সেখানেই এক সঙ্গে কাজ করবেন এই তিন পরিচালক, প্রযোজক ও অভিনেতা।

তবে মজার বিষয় হলো, মহাভারত গ্রন্থের ঐতিহাসিক চরিত্র নিয়ে কাজ করলেও সিনেমাটি হবে সায়েন্স ফিকশনধর্মী।

সোমবার উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক সিনেমার দুই বছর পূর্তিতে নতুন সিনেমা অশ্বত্থামা –এর লুক প্রকাশ করে রনি স্ক্রুওয়ালার প্রযোজনা প্রতিষ্ঠান আরএসভিপি।

ভারতের বিনোদন ভিত্তিক ওয়েবসাইট বলিউড হাঙ্গামাকে দেয়া এক সাক্ষাৎকারে পরিচালক আদিত্য বলেছেন, ‘উরি মুক্তির পর থেকে এখন পর্যন্ত দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তা কল্পনাতীত। তাই পরবর্তী সিনেমাকে দর্শকদের কাছে আরও ভালোভাবে উপস্থাপন করার দায়িত্বটাও বেড়েছে। বিশ্বের কাছে অশ্বত্থামাকে যেভাবে উপস্থাপন করা উচিত, তা করার জন্য আমরা অনেক পরিশ্রম করছি।’

প্রযোজক রনি বলেন, ‘ভাষা এ সিনেমার জন্য বাধা হয়ে দাঁড়াবে না। আমি প্রচণ্ড আশাবাদী যে এ সিনেমাটি দেশ ও বিদেশের দর্শকদের ভালোবাসা পাবে।’

অভিনেতা ভিকি মনে করেন এ সিনেমাটি হবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সিনেমা।

এ বিভাগের আরো খবর