পুলিশকে হেয় করে সংলাপের অভিযোগে গ্রেপ্তার হওয়া নবাব এলএলবি সিনেমার পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহিন মৃধা জামিন পেয়েছেন। কারাগারে যাওয়ার ১৭ দিন পর জামিন পেলেন তারা।
সোমবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান জামিনের আদেশ দেন।
অনন্য মামুন ও শাহীন মৃধার পক্ষে জামিন শুনানি করেন সাইদুর রহমান মানিক। তারা নিউজবাংলাকে বলেন, এক হাজার টাকার মুচলেকায় দুই জনের জামিনের আদেশ দেয় আদালত। আশা করা যায়, সব প্রক্রিয়া শেষে আগামী মঙ্গলবার মামুন ও শাহীন কারাগার থেকে মুক্তি পাবেন।
মামুন ও শাহীনের বিরুদ্ধে গত ২৫ ডিসেম্বর রমনা থানায় পর্নোগ্রাফি আইনে মামলাটি করেন মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক কাজী মো. নাসিরুল আমিন।
এতে অভিযোগ করা হয়, নবাব এলএলবি চলচ্চিত্রে ধর্ষণের শিকার এক নারীকে পুলিশের জিজ্ঞাসাবাদ ও প্রশ্নোত্তর সংক্রান্ত একটি দৃশ্য রয়েছে, যেখানে ধর্ষণের বর্ণনা ও জিজ্ঞাসাবাদের ধরন অত্যন্ত আপত্তিকর।
দৃশ্যটি সুস্থ বিনোদনের পরিপন্থি অভিযোগ করে মামলায় বলা হয়, এটি জনসাধারণের মধ্যে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণার সৃষ্টি করবে।
মামলার পর ২৪ ডিসেম্বর রাতে অনন্য মামুন ও শাহীন মৃধাকে গ্রেপ্তার করা হয়। ২৫ ডিসেম্বর দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
১৬ ডিসেম্বর আই থিয়েটারে মুক্তি পায় শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া অভিনীত সিনেমা নবাব এলএলবি। সেলিব্রেটি প্রোডাকশন প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন পরিচালক অনন্য মামুন।