দেশের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী রোজিনা এবং ইলিয়াস কাঞ্চন। একসঙ্গে অনেক সিনেমাতেই অভিনয় করেছেন তারা। শেষ তাদের দেখা গিয়েছিল মতিন রহমান পরিচালিত রাক্ষুসী সিনেমায়। এটি মুক্তি পায় ২০০৬ সালে।
রাক্ষুসীর পর আবার তাদের একসঙ্গে এক সিনেমায় দেখা যাবে। আর এই সুযোগ তৈরি হতে সময় লাগল ১৪ বছর।
রোজিনা পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ফিরে দেখা। এটি ২০১৯-২০ অর্থবছরে পেয়েছে সরকারি অনুদান। সিনেমায় একসঙ্গে দেখা যাবে রোজিনা-কাঞ্চনকে। তারা অভিনয় করবেন স্বামী-স্ত্রীর চরিত্রে।
নিউজবাংলাকে রোজিনা বলেন, ‘কাঞ্চনের সঙ্গে অনেকদিন পর অভিনয় করতে যাচ্ছি। আনন্দ লাগছে। তবে এবার যেহেতু আমি পরিচালক, তাই অন্য বিষয়গুলোর দিকেও আমার নজর রাখতে হচ্ছে বেশি।’
মুক্তিযুদ্ধের পটভূমিতের ফিরে দেখা সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন রোজিনা। রাজবাড়ির গোয়ালন্দে যুদ্ধকালে রোজিনার দেখা একটি পরিবারের গল্প উঠে আসবে সিনেমায়।
সেই পরিবারের স্বামী ও স্ত্রীর ভূমিকায় থাকবেন কাঞ্চন ও রোজিনা। যেখানে কাঞ্চন এলাকার পরিচিত মানুষ এবং রাজনীতির সঙ্গে যুক্ত।
সিনেমায় রোজিনার ভাই ও মূল চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব। সিনেমায় তিনি চুক্তিবদ্ধ হয়েছেন বলে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন তিনি।
এলাকার যুবক ছেলের চরিত্রে অভিনয় করবেন নিরব। যুদ্ধের সময় দেশের জন্য একজন যুবকের প্রগাঢ় ভালোবাসা বেশ ভালোভাবে গুরুত্ব পাবে সিনেমায়।
রোজিনা বলেন, ‘অনেক বাধা আর ভালোবাসা পেছনে রেখে নিরবের মতো যুবকরা কীভাবে যুদ্ধে গিয়েছিল, তার একটি গল্প পাওয়া যাবে নিরবের চরিত্রের মাধ্যমে। নিরবের বিপরীতে নারী চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি।’
সিনেমার শুটিং শুরু হওয়ার কথা মার্চের ১ তারিখ থেকে। গোয়ালন্দে হবে পুরো সিনেমার শুটিং।