শামীম আহমেদ রনি পরিচালিত বিক্ষোভ সিনেমার শুটিং শেষ হলো সম্প্রতি। ৩ ও ৪ জানুয়ারি ভারতের গ্যাংটক ও কালিম্পংয়ে একটি গানের দৃশ্যধারণের মাধ্যমে সিনেমাটির দৃশ্যধারণ শেষ হয়েছে।
শুটিংয়ের শেষদিনে অংশ নিয়েছিলেন শান্ত খান ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। গানটির কিছু স্থিরচিত্র প্রকাশ পেয়েছে ফেসবুকে। ছবিগুলো দেখে মনে হচ্ছে গানটি রোমান্টিক ঘরানার। পরিচালকও জানিয়েছেন এটি একটি রোমান্টিক গান।
কিন্তু সিনেমায় শ্রাবন্তী ও শান্ত খান অভিনয় করেছেন শিক্ষক ও শিক্ষার্থীর ভূমিকায়। তাহলে তাদের রোমান্টিক গানের প্রয়োজন কেন?
নিউজবাংলাকে এ প্রশ্নের উত্তরে পরিচালক রনি বলেন, ‘এটি একটি ড্রিম সং। শান্ত খানের স্বপ্নে থাকবে এই গানটি।’ অর্থাৎ শিক্ষকের প্রতি শিক্ষার্থীর এক তরফা ভালোলাগার একটি গান এটি। গানের শিরোনাম ‘চেয়েছি তোকে আফ্রি’।
বিক্ষোভ সিনেমার গানের দৃশ্যে শ্রাবন্তী ও শান্ত খান
নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমা বিক্ষোভ। ধারণা করা হচ্ছে, ছাত্র আন্দোলনের সময়কার বিভিন্ন ঘটনা উঠে আসবে সিনেমায়। যেখানে থাকবে বিভিন্ন সচেতনতামূলক বার্তা।
বিক্ষোভ সিনেমার পোস্টার ও দৃশ্য
ছাত্র আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে সিনেমার গল্প আবর্তিত হলেও সিনেমায় রাখা হয়েছে আইটেম গান। গানটিতে আছেন ভারতীয় অভিনেত্রী সানি লিওনি।
পরিচালক জানান, আসছে কোনো এক ঈদে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা তাদের।