অনেকদিন পর সিনেমার জন্য জমকালো গানে অংশ নিলেন পূর্ণিমা। গানটিকে বলা হচ্ছে গাঙচিল সিনেমার আইটেম নাম্বার। সে যেমন গানই হোক; গানটির সঙ্গে শিল্পীদের পরিবেশনায় মঞ্চ যেন কেঁপে উঠল।
মঞ্চে পূর্ণিমার সঙ্গে আরও ছিলেন অভিনেতা তারিক আনাম খান ও রাশেদ অপু। সুরের তালে এক পর্যায়ে তো তারিক আনাম খানকে গলায় গামছা দিয়ে নাচিয়েছেন পূর্ণিমা! পুরো গান প্রকাশ হলে হয়ত আরও অনেক চমক দেখা যাবে।
গানের কথাতেও রয়েছে প্রচণ্ড মাদকতা। সিনেমার পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল জানান, ‘রূপে আমার আগুন জ্বলে’ গানটির প্রথম চার লাইন ব্যবহার করা হয়েছে মূল গানটিতে। এটা লিখেছেন কবীর বকুল; সুর ও সংগীতায়োজন করেছেন ইবরার টিপু।
এফডিসিতে গানের দৃশ্যধারণ হয়েছে ৮, ৯ ও ১০ জানুয়ারি। বাকি রয়েছে আরও দুটি গানের দৃশ্যধারণ। তাহলেই শেষ হবে সিনেমা কাজ। তবে সিনেমাটি কবে মুক্তি পাবে তা চূড়ান্ত করে বলতে পারেননি পরিচালক।
গানের দৃশ্যে পূর্ণিমা, রাদেশ অপু ও সহশিল্পীরা
নিউজবাংলাকে পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল বলেন, ‘করোনার কারণে কোনোকিছুই চূড়ান্ত করতে পারছি না। কখন যে কি হয়ে যায়। আমরা তো চাই ভালো একটি সময়ে সিনেমাটি মুক্তি দিতে। কিন্তু মুক্তি নিয়ে আপাতত কোনো পরিকল্পনা করতে পারছি না।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। নোয়াখালীর একটি চরকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমার গল্প।
গানের দৃশ্যে পূর্ণিমা, তারিক আনাম খান ও সহশিল্পীরা
সিনেমায় আরও অভিনয় করেছেন ফেরদৌস, আনিসুর রহমান মিলন। এতে সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস, পূর্ণিমাকে দেখা যাবে এনজিও কর্মীর চরিত্রে আর তারিক আনাম খানকে দেখা যাবে ইউপি চেয়ারম্যানের ভূমিকায়।
২০১৮ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় সিনেমার মহরৎ অনুষ্ঠান। নানা কারণে এখনও শেষ হয়নি সিনেমার শুটিং। করোনার কারণে সিনেমাটি কবে মুক্তি পাবে তাও চূড়ান্ত করতে পারছেন না সংশ্লিষ্টরা।