স্যাক্রেড গেমস ও একে ভারসেস একের পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে নেটফ্লিক্সের জন্য আরও একটি সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন। সিরিজটির নাম স্টারডাস্ট।
চল্লিশের দশকের বলিউড কেমন ছিল, শিল্পীদের একে অপরের সম্পর্ক, কোন নায়কের সঙ্গে কার দ্বন্দ্ব ছিল এমন কিছু সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হচ্ছে সিরিজটি।
চল্লিশের দশক থেকে বলিউডের পরের ৪০ বছরের অবস্থায় গিয়ে শেষ হবে সিরিজ। বলিউডের পুরো যাত্রা তুলে ধরা হবে সিরিজের গল্পে।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানা যায়, স্টারডাস্টে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার সঙ্গে প্রথমবারের মতো থাকবেন বলিউডের অদিতি রাও হায়দারি ও অপারশক্তি খুরানা। এ বছরের মার্চ থেকে নয় পর্বের সিরিজটির শুটিং শুরু হবে।