হৃদরোগে আক্রান্ত ফিডব্যাক ব্যান্ডের প্রধান, সুরকার ফোয়াদ নাসের বাবুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
রাজধানীর ইউনিভার্সাল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে তাকে।
শুক্রবার রাত তিনটার পর তার হার্টে একটি রিং পরানো হয়।
নিউজবাংলাকে বিষয়গুলো নিশ্চিত করেন বাবুর ম্যানেজার শাহজালাল (সিডি)। তিনি বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ১১টায় বাবু ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়। অপারেশন হয় তিনটা থেকে রাত সাড়ে তিনটার দিকে। অপারেশনের পর তিনি ভালো আছেন।’
শাহজালাল (সিডি) আরও জানান, কমপক্ষে দুই দিন চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন বাবু।
শুক্রবার সন্ধ্যা থেকেই অসুস্থবোধ করছিলেন বাবু। রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান, তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছেন। পরে টেস্ট করলে হার্টে একটি ব্লক ধরা পড়ে।
দেশের অন্যতম পুরনো ব্যান্ড ফিডব্যাকের প্রতিষ্ঠাতা সদস্য বাবু। ব্যান্ডের পাশাপাশি স্বাধীন সংগীত পরিচালক হিসেবে কাজ করছেন ৫ দশক ধরে।
জিঙ্গেল, নাটক, অডিও ও চলচ্চিত্রের জন্য নিয়মিতই কাজ করেন বাবু। গত অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষ্যে সুর ও সংগীতায়োজন করেছিলেন তিনি।