বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘অপুর সংসার’ দিয়ে শুরু কলকাতা চলচ্চিত্র উৎসব

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৮ জানুয়ারি, ২০২১ ১৯:২১

উৎসবের পর্দা উঠলো সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত অপুর সংসার সিনেমা দেখানোর মধ্য দিয়ে। প্রয়াত এই কিংবদন্তি অভিনেতার স্মরণে আরও কিছু সিনেমা প্রদর্শিত হবে।

শুক্রবার সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ২৬তম কলকাতা চলচ্চিত্র উৎসব উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সভাঘরে এই অনুষ্ঠানে ঋতুপর্ণা, দেব, গৌতম ঘোষ, কৌশিক সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

করোনার কারণে এবারের উৎসবে ভার্চুয়ালি যোগ দেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

উৎসব উদ্বোধন শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ২০২০ সালে প্রয়াত গুণী শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘বাংলা ভাষার সিনেমাকে সবসময় ইংরেজি ও হিন্দি ভাষার সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। এই প্রতিযোগিতায় বাংলা ভাষার সিনেমা একদিন প্রথম স্থান দখল করবে।’

শাহরুখ খান বলেন, ‘পরিবার কতটা গুরুত্বপূর্ণ, মহামারি তা আমাদের শিখিয়েছে। কলকাতা আমার পরিবার, শিগগিরই পশ্চিমবঙ্গে যাব, সবার সঙ্গে দেখা করব।’

উৎসবের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন পরিচালক রাজ চক্রবর্তী। তিনি জানান, কোভিডের কারণে এবার ই-টিকিটের ব্যবস্থা করা হয়েছে। সবচেয়ে গুরুত্ব দেয়া হচ্ছে স্বাস্থ্যবিধিকে।

উৎসবের পর্দা উঠল সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত অপুর সংসার সিনেমা দেখানোর মধ্য দিয়ে। প্রয়াত এই কিংবদন্তি অভিনেতার স্মরণে আরও কিছু সিনেমা প্রদর্শিত হবে উৎসবে।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় অভিনয়শিল্পী পরমব্রত চট্টোপাধ্যায় ও জুন মালিয়া।

১৫ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব; দেখানো হবে ৪৫টি দেশের ১৩১টি সিনেমা।

এ বিভাগের আরো খবর