বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোজিনা পরিচালিত প্রথম সিনেমার শুটিং মার্চে

  •    
  • ৮ জানুয়ারি, ২০২১ ১৬:০১

রোজিনা জানান, যে পরিবারের গল্প থেকে তিনি সিনেমাটি নির্মাণ করছেন, তাদের কথা ক্যাসেটে রেকর্ড করে রেখেছেন তিনি। সিনেমার পুরো শুটিং হবে রাজবাড়ি ও গোয়ালন্দে।

দেশীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। দর্শকরা তাকে ক্যামেরার সমানে দেখেই অভ্যস্ত। তবে এবার তাকে দর্শকরা পাবেন ক্যামেরার পেছনে। প্রথম বার সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী।

রোজিনা পরিচালিত সিনেমার নাম ফিরে দেখা। সিনেমাটির প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ। মার্চ থেকে সিনেমার দৃশ্যধারণ শুরুর পরিকল্পনা করেছেন তিনি। ফিরে দেখা সিনেমাটি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পায়।

মার্চে শুটিং শুরুর বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করে রোজিনা বলেন, ‘সিনেমা শুরুর ইচ্ছা ছিল আরও আগেই। কিন্তু করোনার কারণে তো কোনো কিছুই সম্ভব হচ্ছিল না। এখন মনে হচ্ছে সিনেমার কাজটি শুরু করে দেয়া উচিৎ।’

সিনেমার গল্প আবর্তিত হয়েছে মুক্তিযুদ্ধের সময় একটি পরিবারের ঘটনা নিয়ে। কীভাবে সেই পরিবারের সদস্যরা মুক্তিযুদ্ধে অংশ নিল, সেই পরিবারের কী হয়েছিল, এসব ঘটনাই উঠে আসবে সিনেমায়।

রোজিনা বলেন, ‘আমার নানা বাড়ি রাজবাড়িতে। মুক্তিযুদ্ধের সময় আমি নানা বাড়িতে ছিলাম। সেই সময় আমার পরিবারসহ অনেকের পরিবারের ঘটনাই দেখেছি। সেইসব ঘটনাই আমার সিনেমার মূল বিষয়।’

সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন রোজিনা নিজেই। এই ঘটনা নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা তিনি করেছিলেন প্রায় ১০ বছর আগে। আর ২-৩ বছর আগে সিনেমার লাইন-আপ করেন রোজিনা।

রোজিনা জানান, যে পরিবারের গল্প থেকে তিনি সিনেমাটি নির্মাণ করছেন, তাদের কথা ক্যাসেটে রেকর্ড করে রেখেছেন তিনি। সিনেমার পুরো শুটিং হবে রাজবাড়ি ও গোয়ালন্দে।

সিনেমায় কারা অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত না। রোজিনা বলেন, ‘অনেকের সঙ্গেই কথা হয়েছে। এক চরিত্রের জন্য কথা বলা হয়েছে একাধিক অভিনয়শিল্পীর সঙ্গে। আশা করছি চলতি মাসের মধ্যেই সব চূড়ান্ত হয়ে যাবে।’

২৮ অক্টোবর লন্ডনে গিয়েছিলেন তিনি। দুই মাস সেখানে থেকে ৩১ ডিসেম্বর দেশে ফিরেছেন এই অভিনেত্রী। দেশের বাইরে থেকে এসেছেন বলে কিছুদিন থাকবেন কোয়ারেন্টিনে। তারপর পরিকল্পনা অনুযায়ী শুরু করবেন সিনেমার কাজ।

এ বিভাগের আরো খবর