বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বড় সিনেমা মুক্তির প্রস্তুতি নিচ্ছে বলিউড

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৮ জানুয়ারি, ২০২১ ১৪:২৮

শিবাশীষ বলেন, ‘বড়দিন আর নতুন বছরে দর্শকদের বড় অংশ সিনেমা হলে গিয়েছেন বলে জেনেছি। সেই ভরসায় সূর্যবংশী ও এইটিথ্রি সিনেমা দুটি মুক্তি দিতে চাইছি।’

বাংলাদেশ ও ভারতে একই সময়ে খুলে দেয়া হয় প্রেক্ষাগৃহ। দর্শক আগ্রহে থাকা ঢালিউডের দুটি সিনেমা মুক্তি পেলেও ভারতের প্রেক্ষাগৃহে বড় তারকার কোনো সিনেমা মুক্তি পায়নি এখনও। বরং হলিউডের টেনেট এবং ওয়ান্ডার ওম্যান ১৯৮৪ প্রদর্শন করেছে ভারতের হল মালিকরা।

গত বছরের অক্টোবরে হল খুলেলেও ভারতের প্রযোজকরা সিনেমা মুক্তি দিচ্ছেন না। তবে নতুন ও বড় বাজেটের সিনেমা মুক্তি দেয়ার ইচ্ছা যে তাদের একেবারে নেই, তা কিন্তু না। এই যেমন রিলায়েন্স এন্টারটেইনমেন্ট তাদের দুটি সিনেমা মুক্তির ইচ্ছা প্রকাশ করেছে।

সূর্যবংশী এবং ৮৩ নামের দুটি সিনেমা নিয়ে মার্চ ও এপ্রিলে আসতে চাচ্ছে প্রযোজনা সংস্থাটি। ভারতীয় গণমাধ্যমে রিলায়েন্স এন্টারটেইনমেন্টের কর্ণধার শিবাশীষ সরকার জানিয়েছেন, মার্চে সূর্যবংশী এবং এপ্রিলে এইটিথ্রি বড় পর্দায় নিয়ে আসার কথা ভাবছেন তারা।

শিবাশীষ বলেন, ‘বড়দিন আর নতুন বছরে দর্শকদের বড় অংশ সিনেমা হলে গিয়েছেন বলে জেনেছি। ভারতীয় সিনেমা না থাকলেও দর্শকরা টেনেট আর ওয়ান্ডার উওম্যান ১৯৮৪ দেখেছেন। এর মানে তারা সিনেমা দেখতে চাইছেন। সেই আশা পূরণ করতেই সূর্যবংশী ও এইটিথ্রি সিনেমা দুটি আমরা হলে মুক্তি দিতে চাইছি।’

যদিও বলিউডে ওটিটি প্ল্যাটফর্ম বড় জায়গা দখল করে নিয়েছে। বড় বাজেটের সিনেমাও অনায়াসে মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। দর্শকরা এখন কোথায় সিনেমা দেখতে চাইবেন তার ওপর নির্ভর করছে অনেক কিছুই।

এ বিভাগের আরো খবর