বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শ্রীদেবীর চরিত্রে জাহ্নবীর অভিনয়ের সম্ভাবনা কতটুকু

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৮ জানুয়ারি, ২০২১ ০৯:২৪

মিস্টার ইন্ডিয়া ট্রিলজি নির্মাণ করবেন ভারতীয় পরিচালক আলী আব্বাস জাফর। তবে এ সিনেমাটি ১৯৮৭ সালের মিস্টার ইন্ডিয়ার রিমেক নয়।

মিস্টার ইন্ডিয়া সিনেমার চরিত্র নিয়ে মিস্টার ইন্ডিয়া ট্রিলজি নির্মাণ করবেন ভারতীয় পরিচালক আলী আব্বাস জাফর।

তবে এ সিনেমাটি ১৯৮৭ সালের মিস্টার ইন্ডিয়ার রিমেক নয়। সম্পূর্ণ ভিন্ন ও আন্তর্জাতিক মানের গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি।

১৯৮৭ সালের মিস্টার ইন্ডিয়া সিনেমায় অনিল কাপুর ও শ্রীদেবী অভিনয় করেন। এখন প্রশ্ন চলে আসে, নতুন মিস্টার ইন্ডিয়া ট্রিলজিতে শ্রীদেবীর চরিত্রে কি তার মেয়ে জাহ্নবী কাপুর অভিনয় করবেন?

ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে আলী আব্বাস জাফর এক সাক্ষাৎকারে বলেন, ‘এখনো বলতে পারছি না, তবে তা করলে বনি খুব খুশি হবে।’

মিস্টার ইন্ডিয়া ট্রিলজি প্রযোজনা করবেন জাহ্নবীর বাবা বনি কাপুর।

আলী আব্বাস জানান, অনিল কাপুরের মিস্টার ইন্ডিয়ার সঙ্গে এ সিনেমার কোনো সংযোগ নেই। অ্যাভেঞ্জার্সের মতো সায়েন্স ফিকশন গল্পে এ সিনেমা নির্মিত হবে।

তিনি বলেন, ‘আমরা দেশেও বিদেশি ধাঁচের সিনেমার শুটিং করব। সিনেমার বড় অংশ সেটে শুট করা হবে কারণ এতে স্পেশাল ইফেক্টসের অনেক কাজ আছে। সিনেমার বাজেট বড় ও উন্নত মানের কাজ।’

অনিল কাপুরের মিস্টার ইন্ডিয়া সিনেমার পরিচালক শেখর কাপুর নতুন মিস্টার ইন্ডিয়া সিনেমা নিয়ে টুইট করে বলেছেন, ‘মিস্টার ইন্ডিয়া-২ নিয়ে কেউ আমাকে কিছু জানায়নি।’

‘আমার মনে হয় তারা নজর কাড়ার জন্য এ নামটি ব্যবহার করেছে। সিনেমাটির আসল নির্মাতার অনুমতি ছাড়া এর গল্প বা চরিত্র কোনো কিছু নিয়েই কাজ করা যাবে না।’

এ বিভাগের আরো খবর