বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অমিতাভের কণ্ঠ সরাতে হাইকোর্টে আবেদন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৭ জানুয়ারি, ২০২১ ২১:৫৫

আবেদনে বলা হয়, ‘কলার টিউনে প্রতিরোধমূলক বার্তা প্রচারের জন্য ভারত সরকার অমিতাভ বচ্চনকে পারিশ্রমিক দিচ্ছে। দেশে এমন অনেক সচেতন করোনাযোদ্ধা আছেন, যারা এ দুর্দিনে অসহায় মানুষদের খাদ্য, বস্ত্র ও বাসস্থান দিয়ে সাহায্য করেছেন।’

করোনাভাইরাস নিয়ে জনসচেতনতা তৈরিতে মোবাইল ফোনের কলার টিউনে অমিতাভ বচ্চনের যে বার্তা প্রচার হচ্ছে তা সরাতে আবেদন করা হয়েছে দিল্লির হাইকোর্টে।

কলার টিউনে ওই কণ্ঠ দেয়ার পর জনপ্রিয় এই অভিনেতা ও তার পরিবারের সদস্যরা আক্রান্ত হন করোনাভাইরাসে।

ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এই যুক্তিতে দিল্লির বাসিন্দা ও সমাজকর্মী রাকেশ মোবাইলের কলার টিউন থেকে অমিতাভের কণ্ঠে বলা বার্তাটি সরিয়ে ফেলার আবেদন জানিয়েছেন জনস্বার্থে।

দিল্লি হাইকোর্টে বিচারপতি ডি এন প্যাটেল এবং জ্যোতি সিংয়ের ডিভিশন বেঞ্চে আবেদনের ওপর শুনানি হয়েছে বৃহস্পতিবার।

আবেদনে বলা হয়, ‘কলার টিউনে প্রতিরোধমূলক বার্তা প্রচারের জন্য ভারত সরকার অমিতাভ বচ্চনকে পারিশ্রমিক দিচ্ছে। দেশে এমন অনেক সচেতন করোনাযোদ্ধা আছেন, যারা এ দুর্দিনে অসহায় মানুষদের খাদ্য, বস্ত্র ও বাসস্থান দিয়ে সাহায্য করেছেন।

‘এমনকি কষ্টে উপার্জন করা টাকা দিয়ে তারা সাহায্য করেছেন। তবে সমাজকর্মী হিসেবে জাতির সেবা করার জন্য অমিতাভ বচ্চনের পরিষ্কার ইতিহাস নেই।’

দিল্লির আদালতে করা আবেদনে এসব অভিযোগের পাশাপাশি বিভিন্ন আদালতে অমিতাভের বিরুদ্ধে আরও যেসব অভিযোগ আছে তাও তুলে ধরা হয়েছে।

এ বিভাগের আরো খবর