বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফুল গিফট কেক রাখার জায়গা হচ্ছে না আঁখির

  •    
  • ৭ জানুয়ারি, ২০২১ ১৯:৪২

‘ড্রয়িংরুম সাজানো, অনেক গিফট, আম্মু রান্না করে নিয়ে এসেছিলেন। এরপর দুপুরে বাবা (আলমগীর) এসেছিলেন। একসঙ্গে খাওয়া-দাওয়া করলাম। সন্ধ্যায় বন্ধুরা এসেছে।’

জন্মদিনে ভক্ত, স্বজন, বন্ধুদের ভালোবাসায় অভিভূত কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। ৭ জানুয়ারি জনপ্রিয় এ সংগীতশিল্পীর জন্মদিন। পরিবারকে নিয়ে আনন্দের সঙ্গে দিনটি উদযাপন করছেন তিনি।

‘ঘরে এত ফুল, গিফট আর কেক এসেছে যে, রাখার জায়গা হচ্ছে না। ফ্লোরে রেখে দিতে হচ্ছে’, বলেই হেসে উঠলেন আঁখি।

নিউজবাংলাকে আঁখি বলেন, ‘আমি মানুষের এত ভালোবাসা পাচ্ছি যে, তা বোঝানোর ভাষা খুঁজে পাচ্ছি না। ফেসবুকে সবাই ছবি পোস্ট করে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে।

‘যারা পোস্টে বা ছবিতে ট্যাগ করতে পারছেন না, তাদের পোস্ট আমি শেয়ার করছিলাম। কিন্তু ফেসবুকে শেয়ার লিমিট শেষ হয়ে যাওয়ায় শেয়ার অপশন বন্ধ হয়ে গেছে।’

কেমন ছিল জন্মদিনের প্রস্ততি? উত্তরে ৪৬ বছর বয়সী এ শিল্পী বলেন, ‘আমার জন্মদিন রাত থেকেই শুরু হয়েছে। আমার দুই মেয়ে রাত ১২টায় পরিবারের সবাইকে নিয়ে আমাকে সারপ্রাইজ দিল।

‘ড্রয়িংরুম সাজানো, অনেক গিফট, আম্মু রান্না করে নিয়ে এসেছিলেন। এরপর দুপুরে বাবা (আলমগীর) এসেছিলেন। একসঙ্গে খাওয়া-দাওয়া করলাম। সন্ধ্যায় বন্ধুরা এসেছে।’

প্রতিবেশী ও বাড়ির নিরাপত্তা কর্মীদের সঙ্গেও জন্মদিনের বিশেষ খাবার ভাগ করে নিয়েছেন আঁখি। দিনটিকে আরও বিশেষ করে তুলতে অসহায়দের শীতবস্ত্র বিতরণ করেছেন তিনি।

সম্প্রতি ছায়াবৃক্ষ ও আশীর্বাদ সিনেমায় গানের কাজ করেছেন তিনি। এছাড়া রেকর্ড করা কিছু গানের মিউজিক ভিডিও বানিয়ে প্রকাশ করা হবে বলে জানান আঁখি।

‘মানুষের সঙ্গে আমার সবসময় সুসম্পর্ক থাকে। সৃষ্টিকর্তার রহমত না থাকলে মনে হয় এমনটা হয় না।’

‘বাবুজি’, ‘লায়লা’, ‘শ্যাম পিরিতি’, ‘পিরিতি বিষের কাঁটা বিধলো আমার পায়’ গানগুলো দিয়ে যে কোনো মঞ্চ কাঁপিয়ে দেন আঁখি আলমগীর।

এ বিভাগের আরো খবর