ঊনপঞ্চাশ বাতাস সিনেমার পর এবার ওয়েবের জন্য সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। এর শুটিং শুরু হচ্ছে ১৩ জানুয়ারি থেকে। ঢাকার বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।
ঢাকার বাইরে রাঙামাটিতে শুটিং হবে ১৯ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত। নিউজবাংলাকে এসব তথ্য জানিয়েছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তিনি বলেন, ‘মেট্রো লাইফের প্রেম-ভালোবাসা নিয়েই নির্মিত হবে ওয়েব ফিল্মটি।’
তবে ওয়েব ফিল্মটির নাম, কোন প্ল্যাটফর্মে মুক্তি পাবে এবং কারা অভিনয় করছেন, সে ব্যাপারে কিছুই বলেননি উজ্জ্বল। নির্মাতাকে এগুলো গণমাধ্যমে জানানোর অনুমতি দেননি প্রযোজক।
ওয়েব ফিল্মটি ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ওয়েব কনটেন্ট হলেও বড় আয়োজনেই এটি নির্মাণের পরিকল্পনা উজ্জ্বলের। প্রযোজনা প্রতিষ্ঠান থেকেও ভালো সমর্থন পাচ্ছেন বলে জানান পরিচালক।
তিনি বলেন, ‘একেকটি কাজ একেক ধরনের হয়। ওয়েব ফিল্ম বলে ছোট পরিসরের কোনো কাজ না এটা। তাছাড়া আমি নিজেও ছোট পরিসরে কাজ করতে পারি না।’
এর আগে পাফ ড্যাডি নামের একটি ওয়েব সিরিজ নির্মাণ শুরু করেছিলেন উজ্জ্বল। কিন্তু সেই কাজ থেকে এক পর্যারে সরে আসেন তিনি। পরবর্তীতে সেই ওয়েব সিরিজটি আর হয়নি।
উজ্জ্বল জানান, শুটিং শুরু হতে যাওয়া ওয়েব ফিল্মটিই ওটিটির জন্য তার প্রথম কাজ।
ঊনপঞ্চাশ বাতাস সিনেমাটাও আবার প্রদর্শনের সম্ভাবনার কথা জানালেন উজ্জ্বল। তিনি বলেন, ‘কলেজ, ইউনিভার্সিটি খুললে সিনেমাটি আবার মুক্তির সম্ভাবনা রয়েছে। কারণ অনেক শিক্ষার্থীরা আমাকে বিভিন্নভাবে জানাচ্ছে যে, তারা সিনেমাটি দেখার সুযোগ পায়নি। কলেজ, ইউনিভার্সিটি খুললে যেন আবার সিনেমাটি মুক্তি দেই।’
হলে দর্শকদের উপস্থিতি ভালো দেখলে আবারও ঊনপঞ্চাশ বাতাস মুক্তি দেবেন মাসুদ হাসান উজ্জ্বল।