ইরফান খানের মৃত্যুর পর আজ তার প্রথম জন্মদিন। ঘরোয়াভাবেই বাবাকে শুভেচ্ছা জানাতেন জানানো ইরফানের বড় ছেলে বাবিল। এবার প্রথমবার বাবিল তার বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাইন্টে পরিবারের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ভিডিও পোস্ট করেছে বাবিল।
ইরফান তার স্ত্রী সুতপা ও ছোট ছেলে আয়ান মিলে ভিডিও কল করার চেষ্টা করছে বাবিলকে। পরিবারের সবাই খুব মিস করছে তাকে- এ কথা বলার জন্য ইরফান ও তার স্ত্রী বাবিলকে ডেকে যাচ্ছে। কিন্তু নেটওয়ার্কের কারণে বাবিলকে পাওয়া যাচ্ছে না।
বাবিল ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘তুমি কখনো বিয়ে বা জন্মদিন উদযাপনকে আমলে নাও নি। হয়তো সে কারণেই আমি কারও জন্মদিন মনে রাখি না। তুমিও কখনো কারও জন্মদিন মনে রাখতে আমাকে উৎসাহ দাও নি। আমাদের কাছে এটা খুব স্বাভাবিক, কিন্তু বাইরে থেকে খুব অদ্ভুত শোনায়।
‘কিন্তু এবার আমি চাইলেও তোমার জন্মদিন ভুলতে পারছি না। আজ তোমার জন্মদিন বাবা।’
গত বছর এপ্রিল মাসে ক্যানসার আক্রান্ত হয়ে অভিনেতা ইরফান খানের মৃত্যু হয়। তার শেষ সিনেমা আংরেজি মিডিয়াম মুক্তি পায় ২০২০ সালে।
চলতি বছর মুক্তি পাবে ইরফান খান অভিনীত সিনেমাদ্য সং অফ স্করপিয়নস।