এক জন সিরিয়াল কিলার। মাস খানেকের বিরতিতে মানুষ হত্যা করে সে। কোন মানুষকে সে হত্যা করবে তার কোনো ক্লু নেই। মৃতদেহ ফেলে দেয়া হয় ময়লার স্তুপে বা নর্দমায়।
যেখানে মরদেহ ফেলে দেয়া হয় তার পাশে কোথাও ১৭ এপ্রিল তারিখটি লিখে রাখেন সেই সিরিয়াল কিলার।
কয়েক বছর ধরে শহরের আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা টিম কোনোভাবেই এই রহস্য ভেদ করতে পারছে না। তখন এই ঘটনা তদন্তের দায়িত্ব পান মেহেরাব নামের এক পুলিশ অফিসার। শুরু হয় তদন্ত, খুলতে থাকে রহস্যের জট।
এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিনেমা হায়দার। এর গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন আনুশ। এতে অভিনয় করেছেন আশিষ খন্দকার, রুকাইয়া জাহান চমক, মনিরা মিঠু, লুৎফুর রহমান জর্জ, মামুনসহ অনেকে।
ওয়েব ফিল্ম হায়দারের দৃশ্যধারণ শুরু হয় ১২ ডিসেম্বর। কেরানীগঞ্জ ছাড়াও এর শুটিং হয়েছে ব্রাক্ষণবাড়িয়া জেলার খেওয়াই, আখাউড়া, আশুগঞ্জে। শুটিং শেষ হয় ২৯ ডিসেম্বর।
‘হায়দার’ ওয়েব সিনেমার দৃশ্যে আশিষ খন্দকার
ওয়েব সিনেমাটি কোন প্ল্যাটফর্মে মুক্তি পাবে তা এখনও চূড়ান্ত না। নিউজবাংলাকে আনুশ বলেন, ‘আমাদের টার্গেট পহেলা বৈশাখে সিনেমাটি রিলিজ করা। কথা চলছে কয়েকটি প্ল্যাটফর্মের সঙ্গে। এর মধ্যে দেশের বাইরের প্ল্যাটফর্মও রয়েছে। আশা করছি ফেব্রুয়ারিতে বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।’
২ ঘণ্টা ৪ মিনিটের ওয়েব সিনেমাটি প্রযোজনা করেছে ছবি ঘর এবং আনুশ ফিল্মস।