বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সংজ্ঞা বদলাচ্ছে স্টারডমের, গল্পই এখন তারকা

  •    
  • ৭ জানুয়ারি, ২০২১ ০৮:৫১

ওটিটি প্ল্যাটফর্মের কর্তারা বলছেন, যারা ঘরে বসে কনটেন্ট দেখেন তাদের পছন্দের বিষয়টা মাথায় রেখে সিনেমা বা ওয়েব সিরিজ নির্মাণ করা হয়। এই শ্রেণির দর্শকদের কাছে তারকা শিল্পীর চেয়ে ভালো গল্পের গুরুত্ব বেশি।

করোনাভাইরাস মহামারিতে বিনোদনের বাইরের সব মাধ্যম প্রায় বন্ধই ছিল। এই পরিস্থিতির মধ্যে ঘরে বসে ওটিটিতে বিভিন্ন ধরনের সিনেমা, সিরিজ দেখার অভ্যাস হয়েছে দর্শকদের। সেখানে দর্শকরা তারকা শিল্পীদের চেয়ে বেশি খুঁজেছেন ভিন্ন ভিন্ন গল্প।

এমন পরিস্থিতিতে সুপারস্টার, স্টার বা স্টারডমের নতুন সংজ্ঞা তৈরি করছে ওটিটি প্ল্যাটফর্ম।

দেশের বাইরে বিশেষ করে ভারতীয় কনটেন্টগুলোতে স্টার বা সুপারস্টারের চাহিদা কমেছে প্রকটভাবে। পরিচিত, তবে তারকাশিল্পী নন, এমন শিল্পীদের দেখা যাচ্ছে কনটেন্টগুলোতে। যেমন, পাতাল লোক এর জয়দ্বীপ আহলাওয়াত, স্ক্যাম ১৯৯২ এর প্রতীক গান্ধি, মাসাবা মাসাবা এর মাসাবা গুপ্তা ও পঞ্চায়েত এর যতীন্দ্র কুমার এসেছেন আলোচনায়।

শিল্পীদের অনবদ্য অভিনয়ের পাশাপাশি কনটেন্টের বিষয়বস্তুও প্রশংসা পাচ্ছে। অন্যভাবে বলা যায়, গল্পই হয়ে উঠছে সবচেয়ে বড় তারকা। নির্মাণশৈলীর কারণে আলোচনায় আসছেন পরিচালকরাও।

দেশের ওটিটি কনটেন্টেও দেখা যাচ্ছে একই রকম প্রভাব। তারকা অভিনয়শিল্পীদের চেয়ে এগিয়ে যাচ্ছেন তুলনামূলক কম পরিচিত শিল্পীরা। গল্পের ভিন্নতাও পাচ্ছে বিশেষ গুরুত্ব।

ডিসেম্বরের একদম শেষ ভাগে হইচইতে মুক্তি পাওয়া তাকদীর-এ ভালো একটি উদাহরণ রয়েছে। ওয়েব সিরিজটিতে নাম ভূমিকায় অভিনয় করেন দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তার অভিনয় বরাবরের মতো মুগ্ধ করেছে দর্শকদের। তবে অধিকাংশ সময় তার পাশে থাকা ‘মন্টু’ চরিত্রে অভিনয় করা সোহেল মন্ডল বিশেষভাবে নজর কেড়েছে দর্শকদের।

দেশের দর্শকরা সোহেল মন্ডলের অভিনয়ের প্রশংসা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতীয় ওয়েব পোর্টাল ‘বিঞ্জ ওয়াচার’ এ তিয়াসা সাসমাল তার লেখায় তাকদীরের ভূয়সী প্রশংসা করেছেন।

দেশে পরিচালিত ওটিটি প্ল্যাটফর্মের কর্মকর্তারা বলছেন, যারা ঘরে বসে কনটেন্ট দেখেন তাদের রুচি ও পছন্দের বিষয়টা মাথায় রেখে সিনেমা বা ওয়েব সিরিজ নির্মাণ করা হয়। এই শ্রেণির দর্শকদের কাছে তারকা শিল্পীর চেয়ে ভালো গল্পের গুরুত্ব বেশি।

বঙ্গবিডির ডেপুটি হেড অফ কনটেন্ট ভাস্কর আবেদিন নিউজবাংলাকে বলেন, ‘দর্শকদের কথা মাথায় রেখে আমরা চলতি বছরের মাঝামাঝি সময়ে সাহিত্যনির্ভর কিছু কাজ নিয়ে আসব।’

এ ধরনের পরিকল্পনা ইঙ্গিত দেয় যে, ওয়েব কনটেন্টের ক্ষেত্রে তারকা শিল্পীদের চেয়ে গল্প নিয়ে ভাবনাটা বেশি ওটিটি কর্মকর্তাদের। তা না হলে তারা সাহিত্যনির্ভর কনটেন্টের চেয়ে তারকা শিল্পীদের নিয়ে পরিকল্পনা করতেন। সেখানে তারকা শিল্পী অভিনয় করলে বাড়তি পাওয়া হবে।

সম্প্রতি জি-ফইভের জন্য ৪০ মিনিটের কনটেন্ট হোয়াট দ্য ফ্রাই নির্মাণ করেছেন দেবী খ্যাত পরিচালক অনম বিশ্বাস। এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা সাহা মিম ও প্রীতম হাসান। অভিনয়শিল্পী নির্বাচনের ক্ষেত্রে তার ভাবনা তিনি জানিয়েছেন নিউজবাংলাকে।

অনম বলেন, ‘আমি শুধু এই কনটেন্টের ক্ষেত্রে না, সবসময়ই ভাবি যে, চরিত্রটির সঙ্গে কাকে ভালো মানায়। সেই অনুযায়ী কাস্টিং করি। এটা ঠিক স্টার কাস্টিং হলে কিছু সুবিধা পাওয়া যায়। তবে কনটেন্টের শক্তি সবচেয়ে বড়। কনটেন্টের ডিজাইনের সঙ্গে অভিনয়ের গুণ ও দক্ষতা মিলিয়ে এক জন অভিনয়শিল্পী উজ্জ্বল হয়ে উঠেন।’

অভিনেত্রী মিম বলেন, ‘ওটিটির কারণে কাজের জায়গা বেড়েছে। এখন এক জন জনপ্রিয় এবং নতুন অভিনয়শিল্পীর কাজ করার সুযোগ একই রকম।’

সাপলুডু সিনেমার জন্য বিশেষভাবে পরিচিত পরিচালক গোলাম সোহরাব দোদুল। নিউজবাংলাকে তিনি বলেন, ‘অভিনয়শিল্পীদের জন্য ওটিটি একটি বড় জায়গা। আর এখানে কে স্টার, কে স্টার না- সেগুলো ভাবার সুযোগ কম। তাই চরিত্রের সঙ্গে মানানসই ভালো অভিনয়শিল্পীর খোঁজ করি আমরা।’

অনেকে মনে করতে পারেন, বাজেট কম বলে তারকা শিল্পীদের কম দেখা যায় ওয়েব কনটেন্টে। বিষয়টির সঙ্গে একমত নন ওয়েব কনটেন্টের পরিচিত মুখ মনোজ প্রামাণিক।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘এটা ঠিক যে আমি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে পছন্দ করি, তাই আমার কাছে বাজেটের চেয়ে গল্প ও চরিত্র বেশি গুরুত্বপূর্ণ।

‘এখন পর্যন্ত আমি যেসব কনটেন্টে কাজ করেছি, সেগুলোর বাজেট কম ছিল না। ওটিটির ক্ষেত্রে এখন পর্যন্ত বাজেট নিয়ে সমস্যায় পড়িনি।’

তারকা শিল্পীদের নিয়েও কিছু কাজ হচ্ছে ওটিটিতে। এর মধ্যে জি-ফাইভের যদি কিন্তু তবুও এবং কন্ট্রাক্ট অন্যতম। এসব কনটেন্টে দেখা যাবে নুসরাত ফারিয়া, আরিফিন শুভর মতো তারকা শিল্পীদের। তবে এখানেও তারকার চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে গল্প।

ঔপন্যাসিক মোহাম্মদ নাজিমউদ্দিনের লেখা ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ অবলম্বনে সৃজিতের নির্মাণাধীন ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। চাইলে সেখানে আরও জনপ্রিয় কোনো অভিনেত্রীকে কাস্ট করতে পারতেন পরিচালক বা প্রযোজক। কিন্তু তা না করে দেশের থ্রিলারের জন্য মানানসই এক শিল্পীকে বেছে নিয়েছেন তারা।

এমনই হবে আগামী দিনের ওয়েব প্ল্যাটফর্ম। সেখানে পরিচালক বা প্রযোজকরা খুঁজে বের করবেন মানানসই অভিনেতাদের। সেখানে স্টার, সুপারস্টারদের পাশাপাশি স্টারডমের কেন্দ্রবিন্দুতে থাকতে পারেন যে কেউ।

এ বিভাগের আরো খবর