যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পীদের জন্য ২০২১ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের তারিখ পেছানো হলো।
বিবিসি জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় করোনা সংক্রমণ বাড়তে থাকায় আয়োজকরা আগামী ৩১ জানুয়ারির পরিবর্তে ১৪ মার্চ পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এ বছরের গ্র্যামি অ্যাওয়ার্ডস মনোনয়নে এগিয়ে আছেন গায়িকা ডুয়া লিপা, বিয়ন্সে ও টেইলর সুইফট। তাদের মনোনয়ন পাওয়ার ঘোষণা দেয়া হয়েছে গত নভেম্বরে।
গ্র্যামি অ্যাওয়ার্ডসের আয়োজক রেকর্ডিং একাডেমি বলেছে, ‘সংগীতাঙ্গনের তারকা এবং যে মানুষগুলো অনুষ্ঠানটি আয়োজন করার জন্য অক্লান্ত পরিশ্রম করেন তাদের স্বাস্থ্য সুরক্ষার চেয়ে আর কিছুই জরুরি না।’
সংগীতশিল্পীদের অন্যান্য অ্যাওয়ার্ড অনুষ্ঠান যেমন এমটিভি ভিএমএস ও বিলবোর্ডের মতো গ্র্যামি অ্যাওয়ার্ডসও এবার ভার্চুয়ালি হওয়ার কথা ছিল।
করোনা মহামারির কারণে অস্কার, গোল্ডেন গ্লোব ও ব্রিটের মতো সিনেমা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের তারিখও পেছানো হয়েছে।