ভারতের জনপ্রিয় কমেডিয়ান কাপিল শার্মাকে এবার টেলিভিশন ছাড়াও দেখা যাবে নেটফ্লিক্সের পর্দায়।
নেটফ্লিক্সের পক্ষ থেকে হাস্যরসপূর্ণ একটি ভিডিওর মাধ্যমে তিনি এ তথ্য জানান। তবে তার কাজের ধরন কেমন হবে তা পরিষ্কার করেননি কাপিল।
কাপিল শার্মা ২০০৭ সালে কমেডি সার্কাস নামের কমেডি শো দিয়ে প্রথম টেলিভিশনে আসেন। এরপর কমেডি নাইটস উইথ কাপিল ও দ্য কপিল শর্মা শো নামে আরও দুটি টেলিভিশন অনুষ্ঠান করেন।
কমেডি শো থেকে ব্যাপক জনপ্রিয়তা পান কাপিল। বলিউডের নায়ক-নায়িকারা ছিলেন তার অনুষ্ঠানের অতিথি। দর্শকদের সামনে বলিউড তারকাদের ব্যাঙ্গ করা এবং একে অপরকে হাসানো তার দক্ষতা।
এই জনপ্রিয়তা থেকেই দুটি সিনেমায় অভিনয় করেন তিনি। কিস কিস কো পেয়ার কারু ও ফিরাঙ্গি সিনেমা দুটি কপিলের কমেডি শো-এর মতোই দর্শকদের মাতিয়ে রাখে।
ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন থেকে জানা যায়, নেটফ্লিক্সের নতুন শো নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত।
কৌতুক করেই কপিল বলেন, ‘নেটফ্লিক্সের সঙ্গে কাজ করার ইচ্ছা আমার অনেক দিন থেকেই। কিন্তু নেটফ্লিক্সের নাম্বার আমার কাছে ছিল না।’
তিনি আরও বলেন, ‘এই কাজটা আমার মনের খুব কাছের। এ নিয়ে আরও নতুন খবর আমার ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে চাই। কিন্তু তার জন্য আরও কিছু অপেক্ষা করতে হবে।’