দেশের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। ডিসেম্বরে শেষ করেছেন তার নতুন সিনেমা দামাল এর শুটিং। সিনেমাটি ফুটবলকে কেন্দ্র করে। তাহলে কি সিনেমায় বিদ্যা সিনহা মিমকে ফুটবল খেলতে দেখা যাবে?
প্রশ্নটা প্রশ্নই রেখে দিলেন তিনি। উত্তর দেননি। এক গাল হেসে বললেন, ‘সেটা নিয়ে এখনি কিছু বলা যাবে না। ফুটবল খেলেছি না খেলিনি, সেটা দর্শকরা সিনেমা হলে গিয়ে দেখতে পারবেন।’
নতুন বছরে বিদ্যা সিনহা মিম কথা বলেন নিউজবাংলার সঙ্গে। নতুন বছরের চাওয়া, তার প্রথম ওয়েব কনটেন্টে অভিনয় করার বিষয় নিয়ে তিনি কথা বলেছেন।
তবে সেসব প্রসঙ্গে যাবার আগে, সিনেমা নিয়ে আরও বললেন মিম।
‘সিনেমায় আমি দুই ধরনের চরিত্রে অভিনয় করেছি। দর্শকরা আমার চরিত্রের মাধ্যমে দুই ধরনের জীবন দেখতে পাবেন। ধরন দুটি কী সেটা এখনই বলা যাবে না, তাহলে আকর্ষণ নষ্ট হয়ে যাবে।
‘এগুলো ছাড়াও আরেকটি বিষয় নিয়ে আমি অনেক আনন্দিত। সেটি হলো, আমাদের গৌরবোজ্জ্বল স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে এ বছর। এই আনন্দের সঙ্গে আমাদের সিনেমা বা আমার অভিনীত সিনেমা মুক্তি পাচ্ছে, এটা অনেক আনন্দের। এটা ইতিহাসে লেখা থাকবে যে, স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে দামাল সিনেমাটি মুক্তি পেয়েছিল।’
বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত৯ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে মিম অভিনীত ওয়েব কনটেন্ট হোয়াট দ্য ফ্রাই। এর মাধ্যমে প্রথম বার ওয়েবে কাজ করলেন মিম। জি-ফাইভ প্রযোজিত এই কনটেন্টটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস আর মিমের সহশিল্পী হিসেবে কাজ করেছেন সংগীতশিল্পী প্রীতম হাসান।
ওয়েব কনটেন্টে সামা চরিত্রে অভিনয় করেছেন মিম। যিনি দেশের জনপ্রিয় একজন নায়িকা। ওয়েবের জন্য কাজ করার অভিজ্ঞতা নিয়ে মিম বলেন, ‘ওয়েবের জন্য কাজ হলেও সিনেমায় যেভাবে কাজ করি, ওয়েবের জন্যও সেভাবে কাজ করেছি।’
‘হোয়াট দ্য ফ্রাই’ ওয়েব কনটেন্টে প্রীতম হাসান ও মিম। ছবি: সংগৃহীতওয়েব প্ল্যাটফর্মকে সময়ের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম বলে মনে করছেন মিম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওয়েব প্ল্যাটফর্মের ফলে কাজের জায়গা বেড়েছে। একজন নতুন অভিনয়শিল্পীও এখানে কাজ করার সুযোগ পাচ্ছেন। ওয়েব প্ল্যাটফর্ম নিয়ে আমার ভাবনা ইতিবাচক।’
সবশেষে মিম তার দর্শকদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘২০২০ খুবই খারাপ কেটেছে; ২০২১ যেন ভালো কাটে। ২০২০ এ যা যা করতে পারিনি, সেটা যেন নতুন বছরে করতে পারি। ২০২০ আমাদের যে শিক্ষা দিয়ে গেছে, নতুন বছরে যেন কাজে লাগাতে পারি সেই শিক্ষা।’