ভারতীয় অনলাইন প্ল্যাটফর্ম হইচই ২০২০ সালে প্রদর্শিত সেরা সিনেমা ও অভিনয়ের ওপর ভিত্তি করে পুরস্কার ঘোষণা করেছে সোমবার।
পুরস্কারপ্রাপ্তদের এ তালিকায় আছেন জয়া আহসান। কণ্ঠ ও রবিবার সিনেমার জন্য সিনেমা বিভাগে বর্ষসেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন তিনি।
গুমনামী ও রবিবার সিনেমার জন্য সেরা বর্ষসেরা অভিনেতার পুরস্কার জিতেন প্রসেনজিৎ।
অরিজিনাল ক্যাটাগরিতে তাসের ঘর সিনেমার জন্য বর্ষসেরা অভিনেত্রী হয়েছেন স্বস্তিকা মুখার্জি। ওই ক্যাটাগরিতে তানসেন তানপুরার জন্য বর্ষসেরা অভিনেতা হন বিক্রম চট্টোপাধ্যায়।
এ ছাড়া বছরের সেরা ডিভা পুরস্কার পেয়েছেন পায়েল সরকার।
জয়া এ পুরস্কারের জন্য হইচইকে ধন্যবাদ জানিয়েছেন ফেসবুকে। সঙ্গে কণ্ঠ ও রবিবার সিনেমার পুরো দলকেও ধন্যবাদ দিতে ভোলেননি তিনি।
রবিবার সিনেমার জন্য মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেন জয়া।
জয়ার আগামী কাজের মধ্যে আছে দেশের প্রথম থ্রিডি সিনেমা অলাতচক্র।