স্টার কিডসদের জীবন নিয়ে হরহামেশাই মুখরিত থাকে বলিউডপাড়া। কারও প্রেমের গুঞ্জন শোনা গেলে সে গল্প আরও মুখর হয়ে ওঠে।
অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল সাইফ আলী খানের মেয়ে সারা আলী খানের। লাভ আজ কাল সিনেমার বদৌলতে এ গুঞ্জনের শুরু।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, কার্তিক আরিয়ান নতুন বছরের ছুটি কাটাতে গিয়েছেন গোয়ায়। তবে সঙ্গে রয়েছেন জাহ্নবী কাপুর। গোয়ার এক রেস্টুরেন্টে দেখতে পাওয়া যায় এ দুই তারকাকে।
কার্তিক নিজের ইনস্টাগ্রামে সমুদ্রের একটি ছবিও শেয়ার করেছেন।
কার্তিক আরিয়ান ও জাহ্নবী কাপুর
কার্তিক ও জাহ্নবী একসঙ্গে কাজ করবেন করণ জোহরের দোস্তানা ২ এ।
জাহ্নবী কাপুরের সঙ্গে বন্ধুত্বের কথা শোনা গিয়েছিল ইশান খট্টরের। দুই জন একসঙ্গেই বলিউডে পা রাখেন ধারাক সিনেমা দিয়ে। তবে ইশানকে দেখা গিয়েছে নতুন বছর উদযাপন করছেন বলিউডের আরেক স্টার কিড অনন্যা পান্ডের সঙ্গে মালদ্বীপে।
মালদ্বীপে একই সময়ে ঘুরতে গিয়েছিলেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। তারা একসঙ্গে থাকলেও দুজনের ইনস্টাগ্রামে দেখা গেছে আলাদা ছবি।
মালাইকা আরোরা ও অর্জুন কাপুর
তবে লুকোচুরি করেননি বলিউডের আরেক জুটি মালাইকা আরোরা ও অর্জুন কাপুর। মালাইকার বোন অমৃতার গোয়ার বাড়িতে একসঙ্গে আনন্দময় মুহূর্ত কাটিয়েছেন এ জুটি।