মহামারিতে সবই যখন স্থবির; তখনও ফোর্বসের জরিপে আয়ের দিক থেকে সেরা দশ অভিনেতার মধ্যে ছিলেন অক্ষয় কুমার। ফোর্বস জানায় ২০২০ সালে বলিউড খিলাড়ির আয় ছিল ৪৮.৫ মিলিয়ন ডলার।
এবার ভারতের বিনোদন ভিত্তিক ওয়েব সাইট বলিউড হাঙ্গামার জরিপ বলছে গত ৬ বছরে অক্ষয়ের আয় ১,৭৪৪ কোটি রুপি। অক্ষয়ের আয়ের এই হিসাব করা হয়েছে ফোর্বসে প্রকাশিত তথ্যের ভিত্তিতে।
২০১৫ সালে ২০৮.৪২, ২০১৬ সালে ২১১.৫৮, ২০১৭ সালে ২৩১.০৬, ২০১৮ সালে ২৭৭.০৬, ২০১৯ এ ৪৫৯.২২ এবং ২০২০ সালে ৩৫৬.৫৭ কোটি রুপি আয় করেন অক্ষয়।
এই ৬ বছরের মধ্যে ২০১৯ সালে অক্ষয় কুমার আয় করেছেন সবচেয়ে বেশি। কারণ সে বছরে অক্ষয় অভিনীত বেশ কিছু সিনেমা হয়েছে ব্যবসাসফল। যার মধ্যে রয়েছে কাইজার, মিশন মঙ্গল, হাউজফুল ৪, গুড নিউজ। এসব সিনেমায় অক্ষয় অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। এছাড়া ব্ল্যাঙ্ক সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেন তিনি।
সিনেমা ছাড়াও ২০১৯ সালে অনেক ব্র্যান্ড এনডোর্সমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন অক্ষয় কুমার। তাই ২০১৯ সালটা ভালোই গিয়েছে এ অভিনেতার।
মহামারির কারণে অক্ষয়ের আয় ২০১৯ সালের চেয়ে ২২ শতাংশ কমে যায় ২০২০ সালে। তারপরও অক্ষয়ের আয়ের পরিমাণ ছিল ৩৫৬.৫৭ কোটি রুপি।
মহামারির সময়ে অক্ষয়কে এগিয়ে আসতে দেখা গেছে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে। মহামারির প্রথম আঘাতের সময় অক্ষয় ২৫ কোটি রুপি দেন ভারতের সহায়তা ফান্ডে।