নতুন বছরে দীপিকা পাডুকোন স্বামী রণবীর সিংকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন রাজস্থানের রনথাম্বোরে। জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত এ শহরে দেখা পাওয়া যায় রয়েল বেঙ্গল টাইগারের।
এমন কিছু মুহূর্তের ছবি প্রকাশ করলেন দীপিকা তার ইনস্টাগ্রাম নতুন করে সাজাতে। নতুন বছরের স্মৃতি জমা করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো সব স্মৃতি মুছে ফেলেছেন এ অভিনেত্রী।
নতুন ছবিতে দেখা যায়, রনথাম্বোরের জঙ্গলে শীতের রোদ গায়ে মাখাচ্ছেন দীপিকা। প্রাকৃতিক দৃশ্যের ছবির পরই দেখতে পাওয়া যায় রয়েল বেঙ্গল টাইগারের ছবি ও ভিডিও।
ছবির ক্যাপশনে লেখেন, ‘আমার নতুন বছরের শুরুটা যেমন ছিল।’
ছবির প্রথম কমেন্টে নিজ পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন দীপিকা। তিনি বলেন, ‘জীবনে এত কিছু জয় করার পরও আমার কাছের মানুষরা প্রশংসা করে বলে একটুও বদলে যাইনি। কিন্তু তারা জানে না যে পরিবার ও কাছের মানুষগুলোর কারণেই আমি নিজেকে একই রকম রাখতে পেরেছি।’
একই জায়গায় নতুন বছর উদযাপন করেছেন দীপিকার সাবেক প্রেমিক রণবীর কাপুর ও তার পরিবার। রণবীরের সঙ্গে ছিলেন তার প্রেমিকা আলিয়া ভাটও।