শরশিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সী উপন্যাসের গল্প নিয়ে একাধিক সিনেমা আছে ভারতে। সেই গল্প অবলম্বনে ভারতীয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই এ এক ধরনের হইচই ফেলে দিয়েছে সৌমিক হালদারের সিরিজগুলো।
সিরিজের পঞ্চম মৌসুম শেষ হয়েছে গত বছর। নতুন বছরের শুরুতেই নতুন মৌসুমের ট্রেইলার প্রকাশ করা হয়েছে।
ব্যোমকেশ সিরিজের অন্যতম রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প নিয়ে নির্মিত মগ্ন মৈনাক অবলম্বনে নির্মিত হয়েছে ব্যোমকেশের মৌসুম ছয়ের গল্প।
এ সম্পর্কে আনন্দবাজার জানিয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও নকশাল আন্দোলনের উত্তাল সময়ের মাঝে সৃষ্টি হবে কিছু রহস্য। সেই রহস্যের জট খুলতে খুলতে থাকবে এ সিরিজের বিভিন্ন পর্বে।
রোববার প্রকাশিত ট্রেইলারে দেখা যায়, কলকাতার এক ধনী ব্যবসায়ীর বাড়িতে আশ্রয় নেয়া এক পাকিস্তানি শরণার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ব্যোমকেশ এই মৃত্যুর রহস্য খুঁজে বের করতে নেমেছেন অভিযানে। সত্য জানতে, জানাতে কখনও ছদ্মবেশে, কখনও মুখোমুখি লড়াই করছেন ব্যোমকেশ।
ব্যোমকেশ সিরিজের দৃশ্যজনপ্রিয় এই চরিত্রে ফিরেছেন অনির্বাণ ভট্টাচার্য। সিরিজে আরও থাকছেন সুপ্রভাত দাস, রিদ্ধিমা ঘোষ, দর্শনা বণিক, শাওন ও কৃষ্ণেন্দু দেওয়ানজি।
সিরিজটি ৮ জানুয়ারি থেকে দেখা যাবে বলে জানিয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই।