বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নতুন অতিথির জন্য সাইফ-কারিনার প্রস্তুতি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩ জানুয়ারি, ২০২১ ১৬:৪৭

ইনস্টাগ্রামে কারিনা লেখেন, ‘প্রিয় ডিজাইনারের সঙ্গে ফিরলাম। স্বপ্নের ঘর।’

বলিউডের তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর দিন গুনছেন দ্বিতীয় সন্তান আগমনের। তার আসার আগেই পুরনো সবকিছু বদলে নতুন ঘরে প্রবেশ করতে চান তারা।

সে কারণেই নতুন ঘর সাজাচ্ছেন সাইফিনা। সে ঘরে মাঝে মাঝেই যাচ্ছেন অভিনেত্রী।

নিজের ইনস্টাগ্রামে এই ঘরের প্রথম ঝলক দেখান কারিনা। ছবিতে দেখা যায়, ইন্টেরিয়র ডিজাইনারকে পাশে রেখে কিছু একটা দেখাচ্ছেন তিনি। তাদের মাথার উপর কোমল আলো ছড়ানো ঝাড়বাতি; পেছনে বইয়ের তাক।

কারিনা লেখেন, ‘প্রিয় ডিজাইনারের সঙ্গে ফিরলাম। স্বপ্নের ঘর।’

কারিনা তার ইনস্টাগ্রামে পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলোর ছবি নিয়মিতই প্রকাশ করে আসছেন। সে মুহূর্তগুলোর মধ্যে রয়েছে বড় ছেলে তৈমুরের জন্মদিন, বড়দিনের ভোজ কিংবা নতুন বছরের প্রথম সকাল।

সন্তান গর্ভে নিয়ে শুধু ঘর সাজানো নয়, অন্য কাজও করছেন কারিনা। এ বছর মুক্তি পাওয়ার অপেক্ষায় আছে তার অভিনীত সিনেমা তাখত ও লাল সিং চাড্ডা। সাইফ আলী খানের হাতেও রয়েছে আদিপুরুষ, বান্টি আউর বাবলি ২ ও গো গোয়া গন।

এ বিভাগের আরো খবর