বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জীবনের গল্প লিখলেন তাহসান

  •    
  • ৩ জানুয়ারি, ২০২১ ১৩:০৭

তাহসান নিউজবাংলাকে বলেন, ‘আমার জীবনের কিছু ঘটনা নিয়ে গল্পগুলো লেখা এবং সে ঘটনাগুলো থেকে আমি কী বুঝলাম, জানলাম, ধারণ করলাম সে কথা আছে।’

শুরুটা হয়েছিল গান দিয়ে। এরপর প্রবেশ অভিনয় জগতে। এবার তার আত্মপ্রকাশ হতে যাচ্ছে লেখক হিসেবে।

জীবনের টুকরো টুকরো অভিজ্ঞতাগুলো সংকলন করেছেন তাহসান খান। সেগুলো অনুভূতির অভিধান নামের গ্রন্থাকারে প্রকাশ হচ্ছে এবারের বইমেলায়।

বইতে তাহসানের জীবনের কিছু ঘটনা এবং সেসব ঘটনা থেকে তিনি কী অনুভূতি পেয়েছেন, তার বর্ণনা রয়েছে। তার জীবনের ২৫টি ঘটনা নিয়ে ২৫টি গল্প থাকবে এতে।

‘আমার জীবনের কিছু ঘটনা নিয়ে গল্পগুলো লেখা এবং সে ঘটনাগুলো থেকে আমি কী বুঝলাম, জানলাম, ধারণ করলাম সে কথা আছে’, নিউজবাংলাকে বলেন তাহসান।

‘আমার মনে হয় অনুভূতি নিয়ে আমরা খুব কম কথা বলি। অনুভূতিগুলোকে কীভাবে ধারণ করতে হয় সেটা আমরা কম জানি, যার কারণে আমরা খুব সহজেই হতাশ হয়ে যাই। তাই আমার মনে হয়েছে এগুলো নিয়ে কথা বলা শুরু করা উচিত, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের’, যোগ করেন তিনি।

শনিবার জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছা দূত নির্বাচিত হন তাহসান। রোববার থেকেই সংস্থাটির কাজ শুরু করে দিয়েছেন তিনি।

তাহসান জানালেন, তিনি ইউএনএইচসিআরের কাজ সম্পর্কে পড়াশোনা করছেন। তাদের সঙ্গে দুই বছর ধরে যুক্ত থাকলেও কাজ নিয়ে পূর্ণ ধারণা রাখতে চান।

সামনের দিনগুলোর পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে এ তারকা বলেন, ‘সামনে (রোহিঙ্গা) ক্যাম্পগুলোতে যাব। ওদের সঙ্গে মিশব যেন অদের অবস্থা নিয়ে পুরোপুরি ধারণা পেতে পারি, যেন ওদের কথাগুলো সবার সামনে তুলে আনতে পারি।’

রোহিঙ্গাদের নিয়ে একটি গান তৈরির কথাও জানান তিনি।

অভিনয় নিয়েও ব্যস্ত তাহসান। সম্প্রতি বিদ্যা সিনহা মিমের সঙ্গে হ্যালো বেবি শিরোনামে একটি নাটক প্রকাশ হয়েছে। ভালোবাসা দিবসকে সামনে রেখেও নতুন কিছু কাজ করছেন তিনি।

এ বিভাগের আরো খবর