বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছেলের মধ্যে নিজেকে দেখতে পান আয়ুষ্মান

  •    
  • ৩ জানুয়ারি, ২০২১ ১১:৪১

ভিরাজভীরের জন্মদিনে ইনস্টাগ্রামে তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন বাবা আয়ুষ্মান খুরানা ও মা তাহিরা কাশ্যপ। তারা ছেলেকে বেশ কিছু সদুপদেশ দিয়েছেন।

‘নিজের মধ্যে শিল্পী লালন করো। কেননা শিল্পীরা মানবিক হয়।’

ছেলে ভিরাজভীরের জন্মদিনে কথাগুলো বলছিলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা।

শনিবার ছিল ভিরাজভীরের অষ্টম জন্মদিন। এ উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আয়ুষ্মান ছেলের একটি ছবি পোস্ট করেন।

ছবিতে দেখা যায়, মেঝেতে বসে গিটার বাজাচ্ছে ভিরাজভীর। এর ক্যাপশনে তার বাবা লেখেন, ‘শুভ জন্মদিন, পুত্র! আমি তোমার মধ্যে আমার প্রতিচ্ছবি দেখি। তুমি তোমার নিজের মতো। বেশির ভাগ সময় আপন চিন্তায় থাকো।

‘তুমি ভালোবাসো সংগীত। আমার মনে আছে নতুন বছরের সন্ধ্যায় যখন অন্য শিশুরা দৌড়ে বেড়াচ্ছে তখন তুমি বসে চাঁদ দেখছিলে।’

আয়ুষ্মানের স্ত্রী তাহিরা কাশ্যপও ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেন।

তিনি লেখেন, ‘শুভ জন্মদিন আমার প্রথম সন্তান। তোমার চোখ আমার মতো। তবে আমি আশা করি নিজের একটি দৃষ্টি তৈরি করবে। চারদিকে ভালোবাসা ও মানবতা ছড়িয়ে দাও।

‌‌‘প্রত্যেকের মধ্যে সৌন্দর্যের সন্ধান করো। তাহলে বুঝতে পারবে যে ঠিক সবার মতো তুমিও অনন্য।’

এ বিভাগের আরো খবর