রুপালি পর্দা এবং লোক চক্ষুর আড়ালে চলে গেছেন চিত্রনায়িকা বুবলী। পর্দাতে নেই তার অভিনীত কোনো সিনেমা। দর্শক-ভক্তদের মুখেও নেই বুবলীর কোনো গল্প। তবে প্রশ্ন একটাই, কোথায় বুবলী?
এবার শোনা যাচ্ছে আড়াল ভেঙে তিনি ফিরতে যাচ্ছেন পর্দায় ও চর্চায়। বুবলী অভিনীত ক্যাসিনো সিনেমাটি আছে মুক্তির অপেক্ষায়। সম্প্রতি ক্যাসিনো সিনেমার কিছু ছবি ফেসবুকে শেয়ার করেছেন সিনেমার পরিচালক সৈকত নাসির। ক্যাপশনে লিখেছেন, ‘অপেক্ষার পালা শেষ।’
আভাস পাওয়া যাচ্ছে ক্যাসিনো সিনেমা মুক্তির। সৈকত নাসির নিউজবাংলাকে বলেন, ‘আমরা আশা করছি মার্চে সিনেমাটি মুক্তি দিতে পারব। তবে অবশ্যই করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে সব কিছু। পরিস্থিতি খারাপ হলে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।’
তবে মার্চ মাসকে লক্ষ্য করেই প্রচারের পরিকল্পনা করেছে ক্যাসিনো সিনেমা সংশ্লিষ্টরা। সেজন্যই ফেসবুকে প্রকাশ করা হয়েছে ক্যাসিনো সিনেমার কিছু ছবি।
ক্যাসিনো সিনেমার তিনটি দৃশ্য
অন্যদিকে চর্চাতেও ফেরার ইঙ্গিত দিচ্ছেন বুবলী। নতুন বছরের প্রথম দিনে নতুন লুকের ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘নতুন লুকে নতুন যাত্রা।’
চিত্রনায়িকা বুবলীর নতুন লুক
বিভিন্ন মহলে শোনা যাচ্ছে ‘কোথায় বুবলী?’ প্রশ্নের উত্তর শিগগিরই দেবেন বুবলি। নতুন সিনেমাতেও যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তার।
এখন পর্যন্ত বুবলী অভিনীত ১০টি সিনেমা মুক্তি পেয়েছে। সবগুলো সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান। তাই শাকিব খানের সঙ্গে বুবলীকে জড়িয়েই যতো গুঞ্জন। সব গুঞ্জনের উত্তর হয়তো পাওয়া যাবে শিগগিরই।