মহামারিতে মৃত্যুর চোখ রাঙানি চারিদিকে। কিন্তু সেই ভয়কে জয় করে এগিয়ে যাওয়াই মানুষের কাজ। তাই মহামারির মধ্যেই কষ্টকে কিছুটা আড়াল করতে সবাই মেতে উঠেছেন নতুন বছর নিয়ে। সাধারণ মানুষের সঙ্গে এই আনন্দে শামিল হয়েছেন তারকারাও।
দুই বাংলার জনপ্রিয় এবং ব্যস্ততম অভিনেত্রী জয়া আহসান। নতুন বছরে জয়া তেমন কিছু চান না। একটাই চাওয়া তার- সবাই যেন ভালো থাকে; মহামারি থেকে যেন রক্ষা পায় পৃথিবী।
তিনি বলেন, ‘অনেকদিন পর লোক সমাগমে এলাম। খুব প্রয়োজন না হলে বের হতাম না। আবার যেন সবাই কাজে ফিরতে পারি। প্রিয়জনদের সঙ্গে দেখা করতে পারি মন খুলে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
জয়ার কথায় কণ্ঠ মেলান চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তিনি বলেন, ‘করোনার পরিস্থিতি এখনও ভালো না। সবাই মাস্ক পরবেন। নিজে ভালো থাকবেন। আপনার পরিবার, স্বজনদেরও ভালো রাখবেন।’
সিনেমা ও নাটকের গুণী অভিনেতা শহীদুজ্জামান সেলিম। ২০২০ সালে বাংলাদেশ যা হারিয়েছে, সেই শোককে ২০২১ সালে শক্তিতে পরিণত করার কথা বলেছেন তিনি।
শহীদুজ্জামান সেলিম বলেন, ‘যে বছর গেছে, সে রকম সময় যেন আর না আসে। আমাদের তো এগিয়ে যেতেই হবে। সেটা যেন আনন্দের হয়।’
বিদ্যা সিনহা মিম তার সব দর্শককে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘২০২০ এ যা যা করতে পারিনি, সেটা যেন নতুন বছরে করতে পারি। ২০২০ আমাদের যে শিক্ষা দিয়ে গেছে, তা যেন নতুন বছরে কাজে লাগাতে পারি।’
২০২০ সালে শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ঐশী ফাতেমাতুজ জোহরা। তাই ২০২০ সালে খারাপ লাগার সঙ্গে ভালো লাগাটাও আছে তার। গত বছরের মতো নতুন বছরেও ভালো কাজ করার প্রত্যয় ঐশীর।