বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিজের সম্পদের দাস মনে হয় কঙ্গনার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১ জানুয়ারি, ২০২১ ১৪:০৮

স্ট্যাটাসে শেষের দিকে কঙ্গনা লিখেছেন, ‘আশা করছি পরিষ্কার করার কাজ আজকের মধ্যে শেষ করে ফেলতে পারব এবং ২০২১ সালে প্রবেশ করব রানীর মতো।’

ভারতের যেকোনো ইস্যুতে বলিউড থেকে যার বরাবরই উচ্চকণ্ঠ, তিনি কঙ্গনা রানাউত। সম্প্রতি তিনি মুম্বাইতে থাকছেন। বছরের শেষদিনে টুইটারে একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী।

সেই ছবিতে কঙ্গনার ওয়্যারড্রবের কিছু অংশ এবং এক ঘর জুতার সংগ্রহ দেখা যাচ্ছে। মূলত ওয়্যারড্রব আর জুতা পরিষ্কার করার সময় ছবিটি তোলা। ছবিটির পোস্ট করে চমৎকার কিছু কথাও লিখেছেন ক্যাপশনে।

কঙ্গনা লিখেছেন, ‘বাড়িতে আসার পর থেকে আমি শুধু পরিস্কারের কাজ করি। আমি সব পরিষ্কার করতে থাকি আর পরিষ্কার করতে থাকি। এটা দেখে ঘরের লোকজন নানা কথা বলে। একসময় আমার নিজেকে নিজের সম্পদের দাস মনে হয়।’

নিউ ইয়ার নিয়ে মজা করে কিছু কথা লিখেছেন কঙ্গনা। তিনি একই স্ট্যাটাসে শেষের দিকে লিখেছেন, ‘আশা করছি পরিষ্কার করার কাজ আজকের মধ্যে শেষ করে ফেলতে পারব এবং ২০২১ সালে প্রবেশ করব রানীর মতো।’

এক সপ্তাহ ধরে মুম্বাই থাকছেন কঙ্গনা। ভারতের মহারাষ্ট্র সরকারের সঙ্গে তার বাকযুদ্ধ চলছে। কঙ্গনা অভিনীত একাধিক সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। তবে সেগুলো কবে মুক্তি পাবে তা এখনও চূড়ান্ত হয়নি। আপাতত কোনো সিনেমার শুটিং করছেন না কঙ্গনা রানাউত।

এ বিভাগের আরো খবর