করোনা মহামারি থেকে যেন সবাই পরিত্রাণ পান, নতুন বছরে এই সবার চাওয়া। ঘরবন্দি সময় যেন কাটছেই না ভারতে। ঘরে বসে থাকার অবসাদ আর একঘেয়ামি কাটিয়ে সবাই চেয়েছে নিউ ইয়ার উদযাপন করতে।
বচ্চন পরিবারে দেখা গেছে নিউ ইয়ারের আনন্দ-উচ্ছ্বাস। পার্টি মুডে পাওয়া গেছে বচ্চন পরিবারের সবাইকে। স্ত্রী জয়া বচ্চন, ছেলে অভিষেক, পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন এবং নাতনি আরাধ্যকে নিয়ে দারুণ সময় কাটিয়েছেন অমিতাভ বচ্চন।
নিউ ইয়ার হ্যাট পরে পরিবারের সবাই মিলে উল্লাস ভঙ্গিতে ছবি তুলেছেন। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ঐশ্বরিয়া। মেয়ে আরাধ্যকে নিয়েও অনেকগুলো ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘সৃষ্টিকর্তা ২০২১ কে আশীর্বাদ করুন।’
আরাধ্যের বয়স এখন নয় বছর। এই নয় বছরের ক্ষুদে তারকা আর তার সুপারস্টার দাদুর সঙ্গে গান রেকর্ড করেছে। রেকর্ডিংয়ের সময়ের একটি ছবি পোস্ট করেছেন অমিতাভ নিজেই।
গানটি কোথায় ব্যবহার হবে, তা এখনও নিশ্চিত না। এটিকে নতুন বছরে অমিতাভ ভক্তরা একটা উপহার হিসেবে নিতে পারেন। অমিতাভের বাংলো জলসাতে হয়েছে গানের রেকর্ডিং।
সিনেমায় অনেকবার প্লেব্যাক করেছেন অমিতাভ। কহানি, বাগবান, পা সিনেমায় শোনা গেছে অমিতাভের কণ্ঠ।