অভিনেত্রী সোহানা সাবার পরিকল্পনায় এখন তিনটি সিনেমা। সিনেমাগুলো নির্মিত হবে ও মুক্তি পাবে নতুন বছরেই। নিউজবাংলার সঙ্গে আলাপকালে এমনটাই জানালেন তিনি।
চমক এখানেই শেষ নয়। এই তিনটি সিনেমার একটি পরিচালনা করবেন সোহানা সাবা। তিনটি সিনেমাই নির্মিত হবে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘খামার বাড়ি’ থেকে। তবে সিনেমা তিনটির কোনোটিরই নাম এখনও চূড়ান্ত হয়নি।
সোহানা সাবা নিউজবাংলাকে বলেন, ‘প্রথমটি প্রযোজনা করছি ওয়েব প্ল্যাটফর্মের জন্য। এটাতে আমি নিজেও অভিনয় করব। দ্বিতীয়টিও আমি প্রযোজনা করব এবং অভিনয় করব; তবে সেটি নির্মাণ করা হবে প্রেক্ষাগৃহের জন্য।
‘আর তৃতীয়টি নির্মিত হবে আমার প্রযোজনা ও পরিচালনায়। সেই সিনেমার গল্পও আমার। কিন্ত সেই সিনেমায় আমি অভিনয় করব না। সেটি নির্মিত হবে প্রেক্ষাগৃহের জন্য।’
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সোহানা সাবার গল্প ও প্রযোজিত ওয়েব সিরিজ টুইন রিটার্নস। ওয়েব প্ল্যাটফর্মকে আগামীর মাধ্যম হিসেবে মনে করছেন তিনি।
সাবা বলেন, ‘টুইন রিটার্নস শুরু করার আগে ওয়েব কনটেন্টের অনেক প্রস্তাব পেয়েছি, যার অধিকাংশই ছিল যৌনতা নিয়ে। সেগুলোতে আমি কাজ করতে চাইনি। এখন মনে হচ্ছে, নিজেরই কিছু একটা করতে হবে। প্রোডাকশনের বিভিন্ন কাজ শিখেই বড় হয়েছি। তাই এবার ভালোভাবে শুরু করে দেয়ার পালা।’
প্রোডাকশনের অনেক অভিজ্ঞতা এখন তিনি নিজেই প্রয়োগ করতে চান তার পরবর্তী কাজগুলোয়। নির্মাণ করতে চান মনের মতো সিনেমা।